মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : তৃণমূল প্রার্থীর প্রচারে ব্যঙ্গাত্মক স্লোগান বিজেপির

Lok Sabha Election 2024 : Satirical slogans of BJP in the campaign of Trinamool candidate

The Truth Of Bengal : বীরভূম, পার্থ দাস :  এজেন্ট মোহাম্মদ বাজার ব্লকের রামপুরহাট বিধানসভার রামপুর পঞ্চায়েত এলাকায় প্রচার কর্মসূচি ছিল শতাব্দী রায়ের। শতাব্দী রায় আসার কথা শুনতেই গ্রামে বিজেপি কর্মীরা উন্নয়নের ব্যঙ্গাত্মক স্লোগান তুলে বাটের বাঁধ গ্রাম যখন প্রচারে যান তখন কয়েকজন গ্রামবাসীর রাস্তায় দাঁড়িয়ে বিজেপির পতাকা হাতে বঙ্গাপ্ত স্লোগানের উন্নয়ন উন্নয়ন বলতে থাকেন পরে সেখান থেকে শতাব্দীরায় গাড়ি থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে বেরিয়ে যান অপরদিকে গ্রামবাসীদের অভিযোগ রাকেশ মণ্ডল যিনি গ্রামের দায়িত্বে রয়েছেন অর্থাৎ রামপুর পঞ্চায়েতের এলাকার তিনি কোন উন্নয়ন করেননি।

তার পাশাপাশি গ্রামের মহিলারা এখনো পর্যন্ত লক্ষীর ভান্ডার সহ বার্ধক্য ভাতা সহ বিভিন্ন অসুবিধা কথার বিষয়ে বলেন অভিযোগ এছাড়াও ওই এলাকার তৃণমূলের দায়িত্বে রাখা রাকেশ মন্ডল গ্রামবাসীদের কাছে সরকারি বাড়িতে টাকা তোলার অভিযোগ উঠেছেন তবে এই রাকেশ মন্ডল এই বিষয়ে মিথ্যা অভিযোগ বলেন বেরিয়ে গেছেন। তবে গ্রামের বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মীদের জন্য অভিযোগের মাশুল শুনতে হচ্ছে শতাব্দী রায়কে। এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে বিজেপি ইতিমধ্যেই হাতিয়ার করে প্রচারে নামছেন শতাব্দী রায়ের এই সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভকে ঘিরে।

Related Articles