The Truth Of Benga : নির্বাচনের আবহে দেশের মাটিতে আয়োজিত হতে চলেছে আইপিএল। একদিকে যেমন বাড়বে রাজনৈতিক উত্তাপ তেমনি পাল্লা দিয়ে বাড়বে ময়দানের উত্তেজনা। এই পরিস্থিতিতে ময়দানের নিরাপত্তাই এখন বিসিসিআই-এর কাছে বাড়তি চ্যালেঞ্জ।লোকসভা ভোটের আবহে দেশে আয়োজিত হবে আইপিএল। একদিকে যেমন বাড়বে রাজনৈতিক উত্তাপ তেমনি পাল্লা দিয়ে বাড়বে ময়দানের উত্তেজনা। দেশের সাধারণ নির্বাচন থাকার কারণে জল্পনা তৈরি হয়েছিল দেশ থেকে সরতে পারে আইপিএল এর ম্যাচ। সেই জল্পনার ইতি টানলেন বোর্ড সচিব জয় শাহ। দেশের মাটিতেই হবে আইপিএলের ম্যাচ। আইপিএলের বল গড়াচ্ছে ২২ মার্চ। ইতিমধ্যেই প্রথম আড়াই সপ্তাহের সূচি ঘোষণা করেছে বোর্ড।
২১টি ম্যাচের সূচি আপাতত ঘোষিত হয়েছে।চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল। ঘোষিত সূচির শেষ ম্যাচ ৭ এপ্রিল। বোর্ড সূত্রের খবর, লোকসভার যে নির্ঘণ্ট গত শনিবার প্রকাশিত হয়েছে সেই নির্ঘণ্টের সঙ্গে সামঞ্জস্য রেখে টুর্নামেন্টের পরবর্তী পর্বের সূচি ঘোষণা হবে। নির্বাচন চলার কারণে এ বার এই মেগা টুর্নামেন্টে এ নিরাপত্তা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। অতীতে একধিকবার দেখা গিয়েছে লোকসভা ভোটের জন্য দেশ থেকে সরিয়ে নিয়ে যেতে হয়েছে আইপিএল।
অতীতে মরুদেশ আরব আমিরশাহীতে আইপিএল অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটিতেও মেগা টুর্নামেন্ট হয়েছে। চলতি বছরে টুর্নামেন্টের পাশাপাশি নির্বাচন দেশজুড়ে। উল্লেখ্য লোকসভা ভোট মিটে যাওয়ার পরে দ্বিতীয় দফা আইপিএল হবে বলে মনে করা হয়েছিল কিন্তু জুন মাসে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএল টুর্নামেন্ট সঠিক সময় শেষ না হলে প্রভাবিত হতে পারে বিশ্বকাপ। তাই সাধারণ নির্বাচনের আবহে গোটা আইপিএল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। ফলে ময়দানের নিরাপত্ততা এখন বাড়তি চ্যালেঞ্জ বোর্ডের কাছে।
FREE ACCESS