ভেষজ আবির তৈরি করে লক্ষ্মীলাভ গৃহলক্ষ্মীদের
Lakshmilav makes the herbal abeer for householders

The Truth Of Bengal: কেমিক্যাল রংয়ে ত্বকের ক্ষতি। একথা জেনেও আমরা বাজার থেকে দেদার কেমিক্যাল আবির কিনছি। কিন্তু একবার কী ভেবে দেখবেন না? এই রাসায়নিক আবির আপনার কত ক্ষতি করে। সেই জায়গায় আপনারা ব্যবহার করুন ভেষজ আবির। দোলের আগে সেই ভেষজ আবির তৈরির উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের নানা অংশে।নদিয়াতেও পরিবশবান্ধব আবীর তৈরিতে হাত লাগাচ্ছেন মহিলারা। তাতে মহিলারা স্বনির্ভরও হচ্ছেন।
আজ হোলি খেলব শ্যাম তোমার শোনে,শ্যামের প্রতি অনুরাগ থেকেই ভক্তরা হোলি খেলায় মেতে ওঠে।মথুরা, বৃন্দাবন, নবদ্বীপ, শান্তিপুরের কৃষ্ণ ভক্তরা ভগবানের সঙ্গে দেওয়া নেওয়ার উত্সবে সামিল হন।নতুন প্রজন্মও রংয়ের এই বাহারি উত্সবে বিবিধের মাঝে মিলন মহান ঐতিহ্য বজায় রাখতে চান।হোলি হোক বা দোল,সবেতেই আবিরের ছোঁয়া মনের পরশকে আলাদা মাত্রা দেয়।এই পরম্পরাবাহী ঐতিহ্যের অঙ্গনে রাসায়নিক রংয়ের দাপট কমাতে এগিয়ে আসছেন বেশকিছু পরিবেশপ্রিয় সংস্থা।যার উদ্যোগ দেখা যাচ্ছে শান্তিপুরেও।লাল-সবুজ,গেরুয়ার সমাহারে রং বৈচিত্র্যের পরম্পরা রক্ষার জন্য এই ভিন্ন ভাবনা বলে উদ্যোগীরা মনে করছেন।
বাজারের ছেয়ে রয়েছে যে আবির, অধিকাংশ আবিরে কেমিক্যাল মিশ্রিত। এই আবিরে মেখে শরীরে নানা সমস্যা দেখা দেয়। যে কারণে বহু মানুষ এই রঙের উৎসব থেকে নিজেকে দূরে রাখে। কিন্তু এই ভাবে আবির তৈরি করে নিলে, সকলেই খুশিতে রঙের উৎসবে মেতে উঠতে পারবে।আশা করছেন মহিলা কারিগররাও।
শান্তিপুরের শৈলে্ন চৌধুরী প্রথমে এই ভেষজ আবির তৈরির উদ্যোগ নেন। তাঁরই চেষ্টায় নানা ফুল থেকে রংবেরংয়ের আবির তৈরির কাজ শুরু হয়। গৃহিণীরা জানাচ্ছেন, সারাদিন সংসারের কাজ মিটিয়ে ফাঁকা সময়ে ,এই আবির তৈরিতে তারা কাজ করেন। মেলে কিছু পারিশ্রমিকও। ১০০ গ্রামে ৩ টাকা করে মজুরি পান প্রত্যেক মহিলা ।আর এই আবির পাইকারি এবং খুচরা দুই ভাবেই বিক্রি হয়। পাইকারি দর ২৫ টাকা প্যাকেট এবং খুচরা দর ৩০ টাকা। এই অবস্থায় প্রাকৃতিক উপায়ে তৈরি এই আবিরের ব্যবহার বাড়ায় নতুন নতুন সংস্থা এগিয়ে আসছে।তাতে বাড়ছে কর্মসংস্থান,স্বনির্ভর হচ্ছেন মহিলারা।
FREE ACCESS