দেশ

হরিদ্বার যাওয়ার পথে কাসগঞ্জে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃত ৭ শিশু সহ ১৫

Serious road accident in Kasganj on the way to Haridwar

The Truth of Bengal: ভয়াবহ পথদুর্ঘটনা উত্তরপ্রদেশের কাসগঞ্জে। নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক্টর উল্টে ঘটে যায় বিপত্তি। ঘটনায় সাত শিশু সহ ১৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গাস্নান করতে ট্রাক্টরে করে হরিদ্বার যাচ্ছিলেন বেশ কয়েকজন। কদরগঞ্জে যাওয়ার পথেই কাসগঞ্জে আচমকাই নিয়ন্ত্রন হারিয়ে পাসের একটি পুকুরে পড়ে ট্রাক্টরটি। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ভয়ঙ্কর দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানানো হয় আলিগঞ্জ রেঞ্জের তরফে। সঙ্গে জানানো হয় মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু রয়েছে। অপর একটি গাড়ির সঙ্গে সংঘাত এড়াতেই এই নিয়ন্ত্রন হারায় ওই ট্রাক্টরের চালক। যার জেরেই তা উল্টে কর্দমাক্ত হয়ে পুকুরে পড়ে যায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে স্থানীয়দের। স্থানীয়রাই খবর দেয় পুলিশে।

উদ্ধারকাজে প্রাথমিকভাবে স্থানীয়রা হাত লাগালেও, পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুরু করে  উদ্ধারকাজ। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ও মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি। একইসঙ্গে আহতদের চিকিৎসায় যাতে কোনওরকম গাফিলতি না হয় সেই বিষয়টিও নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

Related Articles