খেলা

রাঁচিতে ভারতীয় দলে রদবদল! দলের সঙ্গে রাঁচী যাবেন না বুমরা

Reshuffle in the Indian team in Ranchi! Bumrah will not go to Ranchi with the team

The Truth of Bengal: রাজকোট টেস্ট থেকে রাচির উদ্দেশ্যে যাচ্ছেন না জসপ্রীত বুমরা এমনটাই জানা গেছে । তাকে রেস্ট দেওয়া হয়েছে ,বলেই খবর। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচিতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্টে। এই ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে বেশ বদলের সম্ভাবনা রয়েছে। টানা ম্যাচ খেলার জন্য তাকে এবার টিম ম্যানেজমেন্ট একটু বিশ্রাম দেবে। সিরাজকে এর আগে বিশ্রাম দেওয়া হয়েছিল বিশাখাপত্তনামে।  এবার রাজকোট টেস্টেও সেই একই বিষয় অর্থাৎ বিশ্রাম দেওয়া হতে চলেছে বুমরাকে ।

তাঁর অনুপস্থিতিতে দলের সঙ্গে যোগ দিতে পারেন  মুকেশ কুমার।মুকেশ   তৃতীয় টেস্টে দলের বাইরে ছিলেন। তবে খেলা চালিয়েছিলেন । বাংলার হয়ে রঞ্জি খেলেছিলেন। এদিকে ফিটনেস সমস্যা কাটিয়ে রাঁচিতে ফিরতে চলেছেন কেএল রাহুল। কারণে দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট ম্যাচে তিনি অংশগ্রহণ করতে পারেননি। জিতে তিনি ফিরলে তার ব্যাটিং দক্ষতা দলকে অনেক সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে।

এই টেস্টের আগে রাহুল নিজের ফিটনেস নিয়ে আপডেট দিয়েছিলেন তার পরেও তাকে দেখা যায়নি দলে তবে এবার তার প্রত্যাবর্তনের জোরালো সম্ভাবনার রয়েছে। টেস্ট বুমরা খেলবেন না পঞ্চম টেস্টে  । তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশার রয়েছে ,যদিও বিসিসিআই এখনো কিছুই বলেনি এ বিষয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত আপাতত ২-১ ফলে এগিয়ে আছে।

Related Articles