রাজ্যের খবর
রায়গঞ্জে প্রায় ৬০০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার, গ্রেফতার চালক
Banned cuff syrup recovered

The Truth of Bengal: রায়গঞ্জের রূপাহার এলাকায় প্রায় ৬০০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় চালক তাপস রায়কে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে গোপন সুত্রে খবরের ভিত্তিতে রূপাহার এলাকায় অভিযান চালায় রায়গঞ্জ থানার পুলিশ। অভিযানে একটি পিক আপ ভ্যান আটক করা হয়।
ভ্যান থেকে উদ্ধার হয় ৬০ পেটি নিষিদ্ধ কাফ সিরাপ। গাড়ির চালক তাপস রায়কে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তাপস রায় জানান, তাকে এই কাফ সিরাপ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে পৌঁছে দিতে বলা হয়েছিল।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের অভিযানে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারের ফলে এলাকায় মাদকদ্রব্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।