রাজ্যের খবর

হাওড়ায় বরফ তৈরির কারখানায় গ্যাস লিক 

Gas leak in Howrah ice factory

The Truth of Bengal: হাওড়া পাইকারি সবজি বাজারে বরফ তৈরির কারখানায় গ্যাস লিক করে চাঞ্চল্য ছড়ালো । গ্যাসের তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে। ঘটনাস্থলে আসে গোলাবাড়ি থানার পুলিশ ও দমকল। আশপাশ থেকে লোকজনদের সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলের ঘটনা। পিন্টু সাউ নামে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে জানান, প্রথমে একটা আওয়াজ হল। তারপর চারিদিকে ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়লো। তারপর সবাই এখান থেকে চলে গেল।

এই বরফ তৈরির কারখানার যার নামে লাইসেন্স আছে সেই পাপ্পু সিং জানান, তেমন কিছু হয়নি। পাইপলাইনে মেরামতি হচ্ছিল । সেখান থেকে গ্যাস লিক করেছে। তিনি দাবি করেন এই বরফ তৈরি কারখানার সমস্ত বৈধ লাইসেন্স আছে তার কাছে। জানা গিয়েছে হাওড়া ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হাওড়া ফায়ার স্টেশনের সাব অফিসার সুমন্ত ঘোষ জানান, বরফ তৈরির কারখানায় পাইপলাইনে অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে গিয়েছিল।

এটা একটা মাইনর দুর্ঘটনা। হাওড়া ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি এসে পরিস্থিতি মোকাবিলা করে। এই কারখানার সমস্ত রকম বিধিনিষেধ অবলম্বন করা আছে কিনা তা খতিয়ে অবশ্যই দেখা হবে বলে তিনি জানান। তবে এমন গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় কিভাবে এই কাজ হচ্ছে? আগামী দিনে বড় কোনও দুর্ঘটনা হওয়ার আশঙ্কাও থাকছে। তবে সমস্ত দিক খতিয়ে দেখছে প্রশাসন ও দমকল এমনই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত।

Related Articles