বিনোদন

নতুন বছরে ওটিটির হাত ধরে পূজার নাইট কুইন অবতার

Cabaret Motion Poster Release

The Truth of Bengal: চলতি মাসেই একটি জনপ্রিয় বাংলা ওটিটিতে আসতে চলেছেন অভিনেত্রী পুজা বন্দ্যোপাধ্যায়। তাঁর নতুন এই সিরিজের নাম ‘ক্যাবারে’। ইতিমধ্যেই সোশ্যাল দুনিয়ায় মুক্তি পেয়েছে সিরিজের মোশন পোস্টার। সেখানে দেখা যাচ্ছে পূজার লাস্যময়ী অবতার। সিরিজে তাঁর চরিত্রের নাম এলিনা। তাঁর নাচের জন্য টলিউডে বেশ পরিচিত আইটেম কুইন পূজা বন্দোপাধ্যায়। ক্যাবারে ওয়েব সিরিজেও নাচটাই মুখ্য হয়ে ফুটে উঠবে বলে জানা গেছে।

ছবির পোস্টারে আমি মিস এলিনা বলে সবাইকে সন্বোধন করেছেন পূজা। এবং তিনি এটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বলেছেন যে আসছে এক নাইট কুইনের আশ্চর্য এক গল্প…।  এই সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন উত্সব মুখোপাধ্যায়।

এর আগে বিভিন্ন বাংলা ছবিতে আইটেম নাম্বারে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া, জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনেও তাঁকে দেখা গেছে। এরপর ব্যক্তিগত কারণে কিছুদিন ফ্ল্যাশবাল্বের আলো থেকে দূরে সরগয়ে নিয়েছিলেন নিজেকে। এবার এই ক্যাবারে-কেই হাতিয়ার করেই বিনোদনের দুনিয়ায় কামব্যাক করতে চলেছেন তিনি। তাঁর ভক্তদের কতটা খুশি করতে পারবে তাঁর এই নতুন অবতার এখন সেদিকেই তাকিয়ে আছে তাঁর অসংখ্য ভক্তরা।

Related Articles