বোলপুরে ময়ূরাক্ষীর সেচ খাল সংস্কার, নতুন করে তৈরি করা হচ্ছে সেতু ও গেট
Renovation of irrigation canal of Mayurakshi in Bolpur, construction of new bridge and gate

The Truth Of Bengal: বোলপুরে ময়ূরাক্ষীর সেচ সংলগ্ন এলাকায় সেচ খাল সংস্কারের কাজ চলছে পুরোদমে। জৌলুষ হারানোয় সংস্কারের দাবিও উঠছিল বারবার, শেষমেষ কাঙ্ক্ষিত সেই কাজ শুরু হয়েছে, যা দেখে খুশি কৃষকরা।
রাজ্যের একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। বাংলার উন্নয়ন যাতে থেমে না থাকে বঞ্চনা সত্ত্বেও উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। বর্ষার আগে থেকেই রাজ্যের একাধিক খাল সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। বোলপুর থেকে গঙ্গারামপুর হয়ে রামকৃষ্ণপুর সহ ময়ূরাক্ষী সাউথ ক্যানাল ডিভিশন অন্তর্ভুক্ত সেচখাল গুলির সংস্কারের কাজ চলছে পুরোদমে।ময়ূরাক্ষীর সেচ সংলগ্ন এলাকার সেচখালের জন্য বরাদ্দ হয়েছে বিপুল পরিমাণ অর্থ। সংস্কার করা হচ্ছে বিস্তীর্ণ এলাকার সেচ খাল।
নতুন করে তৈরি করা হচ্ছে সেতু ও গেট।জমে থাকা পলি ও আগাছা তুলে ফেলার পাশাপাশি,জলধারন ক্ষমতা বৃদ্ধি করতে তৈরি করা হচ্ছে নতুন করে বগচর, বসানো হচ্ছে কংক্রিটের স্লাব। ইতিমধ্যেই একাধিক সেতু তৈরির কাজও অনেকটা এগিয়েও গেছে। ভেঙে ফেলা হচ্ছে বহু পুরাতন জীর্ণ সেতু। সবমিলিয়ে দীর্ঘদিন পর বৃহত্তরভাবে সেচ খাল সংস্কার, এলাকার চাষীদের কাছে প্রকৃত অর্থেই খুশির খবর, কারণ দীর্ঘ সময় ধরে ময়ূরাক্ষী সেচসেবিত এলাকার চাষিদের কাছে এই সেচ খাল যেন আশীর্বাদ স্বরূপ।তবে বিগত কয়েক বছর ধরেই সংস্কারের অভাবে তার জৌলুস কিছুটা হারাতে বসেছিল, আর তাই সংস্কারের দাবিও উঠছিল বারবার, শেষমেষ কাঙ্ক্ষিত সেই কাজ শুরু হয়েছে, যা দেখে খুশি কৃষকরা।
Free Access