ভ্যাবলা স্টেশন লাগোয়া আগ্নে অস্ত্রসহ তিন দুষ্কৃতি গ্রেফতার
Three miscreants with firearms arrested

The Truth of Bengal: উত্তর ২৪ পরগনার বসিরহাটে পুলিশের টহলের সময় আগ্নে অস্ত্রসহ তিন কুখ্যাত দুষ্কৃতি গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ভোররাতে বসিরহাট থানার পুলিশ আধিকারিক সুরিন্দর সিং এর নেতৃত্বে একটি পুলিশের মোবাইল ভ্যান টহল দিচ্ছিল। সেই সময় দেখা যায় ভ্যাবলা স্টেশন লাগোয়া কয়েকজন দুষ্কৃতী রাতের অন্ধকারে সমাজবিরোধী কাজের জন্য প্রস্তুত হচ্ছিল। পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল দুষ্কৃতীরা। তাদেরকে তিনজনকে তাড়া করে ধরে, তাদের কাজ থেকে উদ্ধার হয়েছে একটি চারচাকা পিকআপ ভ্যান,একটি গুলিভতী রিভলবার, ভোজালি, লোয়ার রড, গ্যাস কাটার মেশিন সহ ডাকাতি করার একাধিক সরঞ্জাম।
ধৃত তিনজন হলেন মনিহার মন্ডল (২৮), বাদুড়িয়া বাড়ি, নাসির উদ্দিন (৩০), বারাসাত কাজিপাড়ায়, জুলফিকার সদ্দার (৩২), দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায়। ধৃত তিনজনকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এদের বিরুদ্ধে একাধিক ডাকাতিক ছিনতাই রাহাজানি খুন সমাজবিরোধী কাজের, পুলিশের খাতায় নাম রয়েছে। ধৃত তিনজনকে পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বিচারকের কাছে বসিরহাট থানার পুলিশ।
বসিরহাট থানার পুলিশের এই অভিযানে বড়োসড় ডাকাতির ছক বানচাল হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে।