দুই গাড়ির রেষারেষি থেকে বিবাদ ল্যাঙ্কাস্টারে, গুলিবিদ্ধ হয়ে শিশুর মৃত্যু
Child shot dead in Lancaster after two-car collision

The Truth of Bengal: গাড়ি চালানোর সময় দুই গাড়ির রেষারেষি থেকে বিবাদের সৃষ্টি। আমেরিকার ল্যাঙ্কাস্টারের ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। সূত্রে খবর, গাড়ি পাশ কাটানো নিয়েই বচসার সূত্রপাত। ল্যাঙ্কাস্টারের একটি রাস্তায় এক পরিবারের গাড়িকে পাশ কাটিয়ে বেরনোর চেষ্টা চালায় দুষ্কৃতিরা। তারপরই বেশ কিছুক্ষন ধরে দুই গাড়ির মধ্যে রেয়ারেষি ছিল অব্যাহত।
এই ঘটনা থেকে শুরু হয় বিবাদ। আর সেই বিবাদ থেকেই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। রাস্তায় রেষেরারেষি করার সময় অভিযুক্ত ওই গাড়ির চালক দম্পতির গাড়িটিকে লশ্ক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। সেই গাড়িতেই ছিলেন এক দম্পতি এবং তাদের বছর চারের এক শিশু। দম্পতির ওই শিশু পুত্র বসেছিলেন পেছনের আসনে। গুলিটি গিয়ে লাগে ওই শিশুর গায়ে।
দম্পতির নিজের শিশুকে সন্তানকে গুলিবিদ্ধ হতে দেখে কার্যত স্তম্ভিত হয়ে পড়ে। শিশুটিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বছর ২৯-এর ওই গাড়িচালককে এবং ২৭ বছর বয়সি মহিলাকে। অভিযুক্তরা লস অ্যাঞ্জেলস কাউন্টি কারাগারে বন্দি।