
The Truth of Bengal: চলতি মাসেই হতে পারে কলকাতাবাসীর প্রতীক্ষার অবসান। নতুন বছরের আগেই শুরু হয়ে যেতে পারে নিউ গড়িয়া-রুবি মেট্রোপথে যাত্রী পরিষেবা। মেট্রো চালুর সবরকম প্রস্তুতি সেরে রেখেছেন মেট্রো কর্তারা। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত ফাইনাল ট্রায়াল রান হয়ে গেছে। এই অংশের কাজ প্রায় এক বছর ধরে শেষ হয়ে পড়ে রয়েছে। একাধিকবার উদ্বোধনের তদ্বির হলেও এই অংশে মেট্রো চালু হয়নি। কারণ দিল্লির সবুজ সংকেত মেলেনি। মেট্রোর তরফে জানানো হয়েছে, চেষ্টা করা হচ্ছে, মার্চ মাসের মধ্যে চিংড়িহাটা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করে দেওয়ার।
তবে তার আগে নিউগোড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করে দেওয়া হবে বলে আপাতত স্থির হয়েছে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন বা রুবি মোড় পর্যন্ত মেট্রোর দূরত্ব ৫.৪ কিলোমিটার। মোট পাঁচটি স্টেশন রয়েছে এই যাত্রাপথে। কবি সুভাষ স্টেশন যা নিউ গড়িয়া এলাকার জন্য , সত্যজিৎ রায় স্টেশন যা,বাঘাযতীন এলাকার জন্য , জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশন যা, মুকুন্দপুর এলাকার জন্য ,কবি সুকান্ত স্টেশন যা, কালিকাপুর এলাকার জন্য , হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন যা রুবি মোড়ের জন্য।
এই রুটে ভাড়ার তালিকাও ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে খরচ হবে ২০ টাকা। পাশাপাশি, যাত্রীরা রুবি থেকে মেট্রোতে উঠে এক টোকেনেই দক্ষিণেশ্বর পর্যন্ত পৌঁছে যেতে পারেন। তারজন্য ভাড়া দিতে হবে ৪৫ টাকা। এই যাত্রাপথে রুবি থেকে মেট্রোতে চড়ে যাত্রীদের কবি সুভাষ স্টেশনে নামতে হবে,তারপর সেখান থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোতে উঠতে হবে। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর রুটের দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। এই মেট্রোর সংযোজন যাত্রীদের সুষ্ঠুভাবে যাতায়াতের সুবিধা করে দেবে বলে মনে করছে যাত্রীরাও।