কলকাতারাজ্যের খবর
Trending

জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় ঝাড়খন্ড থেকে গ্রেফতার আরো এক,

One More Arrested From Jharkhand in Connection with Jaynagar Murder

The Truth Of Bengal: জয়নগর সাইফুদ্দিন খুনের ঘটনায় ঝাড়খন্ড থেকে  আরো একজন। জয়নগর থানার পুলিশের হাতে গ্রেফতার জাকির হোসেন ঢালি। মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় ধৃতকে, শুনানি শেষে ধৃত জাকিরকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। ১২ ডিসেম্বর আবারও ধৃতকে আদালতে পেশের নির্দেশ ধৃতকে।

প্রসঙ্গত, গত  ১৩ নভেম্বর বাড়ির কাছে খুন হন জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর। অভিযোগ ওঠে সিপিএম কর্মীদের বিরুদ্ধে। উত্তপ্ত হয়ে ওঠে দলুয়াখাঁকি গ্রাম। এক পর এক সিপিএম কর্মীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এমনকী ঘটনায় জড়িত দুজনকে হাতেনাতে ধরে ফেলে জনতা। তাদের গণপিটুনি দেওয়া হয়। সেই গণপিটুনিতে মারা যায় এক অভিযুক্ত সাহাবুদ্দিন লস্কর। শাহরুল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

ইতিমধ্যে মূল অভিযুক্ত আনিসুর রহমান ও তার আরও এক সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে আরও কয়েকজনের নাম উঠে আসে। সেখানই শোনা যায় রবিউলের নাম । শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার বাইশ হাটা এলাকা থেকে রবিউলকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। রবিবার তাকে বারুইপুর আদালতে তোলা হয়।

Free Access

Related Articles