রাজ্যের খবর
Trending

রাজ্য সরকারের সেরা পুরস্কারে ভূষিত এই অনাথ আশ্রম! দেখুন বিস্তারিত তথ্য…

This Orphanage Has Been Awarded The Best Award By The State Government

The truth Of Bengal: একটি বাচ্চাকে নিয়ে তৈরি হলেও আজ গড়ে উঠেছে বিরাট অনাথ আশ্রম।পূর্ব মেদিনীপুর জেলার পাউশি অনাথ আশ্রম। এই পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রম পেলো রাজ্য সরকারের বিশেষ পুরস্কার।

কলকাতার মোহর কুঞ্জ থেকে যেখানে সময় একটি  অনাথ বাচ্চা কে নিয়ে বাড়ির মতন রেখে আজ একটি বড় অনাথ আশ্রম গড়ে তোলা। শুধু তাই নয় 18 বছরের নিচে যেসব মেয়েদের রাখা হয় সেই হোম এত বছরের পর রাজ্য সরকারের কাছ থেকে সেরা পুরস্কার পেল পূর্ব মেদিনীপুর জেলার পাউশি অনাথ আশ্রম। এরকম কাজে রাজ্য সরকারের প্রশংসা করেন আশ্রমের বাসিন্দারা।

আশ্রমের  দ্বারা পরিচালিত যে হোম যার নাম স্নেহ ছায়া সেই হোম সেরা পুরষ্কৃত হয় পুরস্কার তুলে দেন রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী  শশী পাঁজা। স্বাভাবিক ভাবেই এই পুরস্কার পেয়ে গর্বিত আশ্রমের কর্ণধার বলরাম করন। এই খবর শোনার পর আনন্দিত আত্মহারা আশ্রমের কচিকাচা বাচ্চারা থেকে এলাকাবাসী।

Free Access

Related Articles