ঝলসে যাওয়া বইয়ের পাতায় মাধ্যমিকের লক্ষ্যভেদ, তৃণমূল নেতা খুন কাণ্ডে ক্ষতিগ্রস্থ জয়নরগ বাসী
jaynagar

The Truth of Bengal: সোমবার জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুন হন। নামাজ পড়তে যাওয়ার পথে তাঁকে গুলি করে খুন করেন শ্যুটাররা। বন্দুকবাজদের সেই বুলেটের বেয়াদপির মাঝে দুলিয়াখাকির বহু মানুষের বাড়ি পুড়ে যায়।উন্মত্ত মানুষের হিংসার আগুনে পুড়ে খাক হয় একের পর এক বাড়ি। হিংসাবিধ্বস্ত এই জয়নগরের দুলিয়াখাকিতেই রয়েছে অসংখ্য পড়ুয়া। যাঁরা পোড়া বই নিয়েই এবার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিচ্ছে। ঝলসে যাওয়া বইয়ের পাতায় চোখ রেখেই মাধ্যমিকে লক্ষ্যভেদ করতে তৈরি হয়েছে তাঁরা। প্রশাসন নতুন বই দেওয়ায় পড়ায় আলাদা আগ্রহ তৈরি হয়েছে তাঁদের মধ্যে। ছন্নছাড়া জীবনকে সাজিয়ে গুছিয়ে নিতে মানসিকভাবে তৈরিও হয়েছেন তারা। সবকিছু ভুলে মন দিয়ে পড়াশোনা করছেন তারা।এতে যেন তাঁদের জেদ আরও বেড়ে গেছে।
হার না মানা মানসিকতা নিয়ে জীবনের প্রথম সরকারি পরীক্ষায় আলাদা ছাপ রাখতে নতুন করে লড়ছেন। শনিবার থেকে শুরু হয়েছে টেস্ট পরীক্ষা। চালতাবেড়িয়া হাইস্কুলে পড়ে আলিমা লস্কর। জীবনপাতা উল্টে সে এখন জীবনকে নতুন করে লেখার অঙ্গীকার করছেন। হিংসা-হানাহানির পৃথিবী ভুলে মানুষ শান্তির পাঠ নিক, বেঁচে থাক মানবতা,বেঁচে থাক সামাজিক সদ্ভাব। নিত্যদিন পড়াশোনার অভ্যাস চালিয়ে যাওয়ার মাঝে একথাই নতুন করে যেন আলিমারা শপধ নিচ্ছেন। ভুল পথ ছেড়ে বড়রা আগামীতে সমাজগড়ার সহজ পাঠ নিক,.চাইছে তারা।
বিদ্বেষ,হানাহানি,কখনই সমাজের ভালো করে না।যাঁরা রক্ত ঝরিয়ে খুনের রাজনীতিকে হাতিয়ার করে তাদের ধিক্কারও জানাচ্ছে নবপ্রজন্ম। শান্ত স্বরে তাই তাদের একটাই আবেদন,সঙ্কীর্ণতার গন্ডিতে যেন আটকে থাকে না রাজনীতি,শিক্ষার আলোয় মানবতার পাঠ নিতেও নতুন প্রজন্মের মানুষেরা আলাদা প্রস্তুতি নিচ্ছে। সবহারানো মানুষদের উপলদ্ধি,রাজনীতি হোক উন্নয়ন নিয়ে,রাজনীতি হোক মানুষের ভালো করার সঙ্কল্প বা উদ্দেশ্য নিয়ে। জীবন গড়ার মাঝ দরিয়ায় এগিয়ে যাওয়া এই ছাত্রসমাজের একটাই প্রার্থনা কখনই যেন রাজনীতির দ্বৈরথে উলুখাগররাদের প্রাণ না যায়। লেখাপড়ার আনন্দপাঠ যেন উন্মত্ত মানুষের হিংসার কোপে থমকে না যায়।
Free Access