মুক্তি পেল ‘অ্যানিমেল’এর তৃতীয় গান ‘পাপা মেরি জান’
The third song of 'Animal' released 'Papa Meri Jaan'

The Truth Of Bengal : সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে রণবীর কাপুরের আসন্ন নতুন সিনেমা ‘অ্যানিমেল’ এর টিজার। একেবারে ছক ভাঙ্গা চরিত্রে রণবীরকে দেখে উচ্ছসিত হয়ে পড়েছিলেন দর্শক। তবে এবার মুক্তি পেল এই সিনেমার নতুন গান। গানে বাবা-ছেলের সম্পর্কের গভীরতা স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
গানে বাবা অনিল কাপুরের সাথে ছেলে রণবীরের চরিত্রের মধ্যে সম্পর্কের যে দূরত্ব, যে গভীরতা সেটি স্পষ্ট বোঝা গিয়েছে। গানের নাম ‘পাপা মেরি জান’। মুক্তি পাওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রীতিমতো ভাইরাল হয়েছে গানটি। ঘটনাচক্রে আন্তর্জাতিক শিশু দিবসের দিন বাবা ছেলের সম্পর্কের এই গান মুক্তি পেয়েছে।
জানা যাচ্ছে এই গানটি হিন্দি সহ তামিল তেলেগু মালায়ালাম এবং কন্নড় ভাষাতেও মুক্তি পেয়েছে। অ্যানিমেল সিনেমার এই তৃতীয় গান গেয়েছেন সনু নিগম। একদম শুরুতে টিজারেই দেখানো হয়েছিল বাবা-ছেলের সম্পর্কের প্রতিফলন। এবার এই গানের মাধ্যমেও তাদের দুটি চরিত্রের গভীরতা ফুটিয়ে তোলা হলো।
FREE ACCESS