বিনোদন

যুবরাজের বায়োপিক নিয়ে আসছেন আমির

Aamir is coming up with Yuvraj's biopic

The Truth Of Bengal : কমার্শিয়াল ছবিকে ছাপিয়ে এখন বলিউডে বায়োপিকের হিড়িক পড়েছে। তার ওপর এই বায়োপিক যদি হয় খেলোয়াড়দের তাহলে তো কথাই নেই। মিলখা সিং থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি, প্রত্যেক সফল খেলোয়াড়দের বায়োপিক চূড়ান্ত সাফল্য এনে দিয়েছে বলিউডকে। তবে জানেন কি এবার সেই তালিকায় নতুন নাম যুবরাজ সিং এমনই একটি উদ্যোগ নিয়েছেন আমির খান। যদিও বড় পর্দায় আমিরের শেষ দুটো ছবি সাফল্য পাইনি। ফলে দর্শকেরা রীতিমতো কৌতূহলী চোখে বসে রয়েছেন যে কবে আবার তারা তাদের প্রিয় অভিনেতাকে দেখতে পাবেন বড় পর্যায়ের সাফল্যের সাথে।

জানা যাচ্ছে আমির খানের প্রযোজনা সংস্থার ব্যানারে বানানো হবে যুবরাজের এই বায়োপিক। ইতিমধ্যেই আমির খান নাকি তার স্বত্ব কিনে ফেলেছেন। বর্তমানে চলছে এই ছবির চিত্রনাট্য লেখার কাজ। যদিও এই প্রসঙ্গে উভয় তারকাই কিছুই বলতে চাইছেন না। আমরা জানি মাঠের বাইশ গজের বাইরে যুবরাজের জীবনে যেমন ছিল রং তেমনই ছিল অন্ধকার। ফুসফুসে ক্যান্সার নিয়ে ক্রিকেটের বিশ্বকাপ জয়, মারণ রোগের বিরুদ্ধে যুবরাজের যে লড়াই সেটা কিন্তু বায়োপিক হওয়ার মতোই।

এবার যুবরাজের এই লড়াইকেই সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে চান প্রযোজক আমির। তবে এই সিনেমার মুখ্য চরিত্রে কে থাকবে সে বিষয়ে এখনো কিছু স্পষ্ট নয়। আবার আমির ক্যামেরার সামনে কবে আসবেন সেটাও জানা নেই। নিজের ছবি বক্স অফিসে ফ্লপ করলেও নিজস্ব প্রযোজনা সংস্থার তরফে নতুন ছবির ঘোষণা করছেন আমির। এবার শুধু এটাই দেখার যে অভিনেতা নিজে কবে আর কিভাবে কামব্যাক করবেন।

 

FREE ACCESS

Related Articles