
The Truth of Bengal: স্টার কিডদের নিয়ে পরিচালক জোয়া আখতারের তৈরি বলিউডের আপকামিং ছবি দ্যা আর্চিস। সুহানা খান, খুশি কাপুর, অগস্ত্য নন্দা এই ছবির মূল আকর্ষণ। সম্প্রতি এই তিন স্টার কিডদের ডেবিউ ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেছেন মিহির আহুজা, ভেদাং রায়না, ডট এবং যুবরাজ মেন্দার। এই ছবির প্রক্ষাপটের দিকে যদি নজর দেওয়া যায়, তাদলে দেখা যায়, ষাটের দশকের প্রেক্ষাপট।
যখন পর্তুগীজ শাসন থেকে সবে মাত্র রক্ষা পেয়েছে গোয়া। দ্যা আর্চিসে উঠে আসবে আর্চি, বেটি, ভেরোনিকাদের নিখাদ প্রেম, বন্ধুত্ব ও সবুজের জন্য লড়াই-এর গল্প। রিভারডেল শহরের স্কুল পড়ুয়াদের জীবনের সেরা সময়ের গল্প উঠে এসেছে এই ছবিতে। লন্ডন থেকে সদ্য ফিরেছে বড়লোক ঘরের মেয়ে ভেরোনিকা, দেখা যায় সেই ছবিও। ছবিতে আর্চি অ্যান্ড্রুসের চরিত্রে অভিনয় করছেন অগস্ত্য। মিউজিকই তাঁর ধ্যান-জ্ঞান।
আর বেটি কুপারের চরিত্রে রয়েছেন খুশি কাপুর। স্টার কাস্টের জন্যই এই ছবি ঘিরে দর্শকের উন্মাদনা একটু বেশি। দ্য আর্চিসের ট্রেলার মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল দর্শক। অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। মুক্তি পেল দ্য আর্চিজের ট্রেলার। মিউজিক্যাল ফিল্ম দ্যা আর্চিস ডেবিউ মুভিতে তারকা সন্তান সুহানা-অগস্ত্য-খুশি দর্শককে কতটা মনোরঞ্জন করতে পারবে সেই উত্তর মিলবে আগামী ৭ ডিসেম্বর, নেটফ্লিক্সে মুক্তির পর।
Free Access