
The Truth Of Bengal : কথায় বলে সারা রাত জেগে থাকা শহর হল মুম্বই। এই শহরের উৎসব তাক লাগিয়ে দেয় গোটা দুনিয়ায়। বরাবরই উৎসবের কেন্দ্র বি-টাউন। তা সে হোক গনেশ পুজো, কিংবা দিওয়ালি। বলিউডে ইতিমধ্যেই শুরু দিয়ালির পার্টি ভাইব। রবিবার রাতে মণীশ মালহোত্রা একটি তারকাখচিত দিয়ালি পার্টির আয়োজন করেছিলেন। অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর, সুহানা খান, ঐশর্য্য রাই সহ প্রত্যেক সেলিব্রিটির ইন্ডিয়ান লুক ছিল নজরকারা।
তবে এই ইন্ডিয়ান লুকের ট্রেন্ড ভেঙে যিনি এদিন নজর কেড়েছেন তিনি হলেন সালমান খান। যিনি বরাবরই নিজের মর্জির মালিক। একেবারে ক্যাজুয়াল পোশাকে এদিনের পার্টিতে হাজির হন সাল্লু ভাই। অন্যদিকে এদিনের পার্টিতে ঐশর্য্য রাই বচ্চন নজর কেড়েছেন গোলাপি স্যুটে। এদিনের পার্টিতে বলিউড সেলিব্রিটিদের চাঁদের হাট বসলেও, সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে যান সালমান-ঐশর্য্য।
এই পার্টিতে দীর্ঘ দিন পর তাদের দুজনের উপস্থিতি ঘিরে চলে নানা মুনির নানা মত। একটা দীর্ঘ সময় ধরে বলিউডে তাদের প্রেম ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। বিচ্ছেদের পর থেকে এক অনুষ্ঠানে আর সেভাবে দেখা য়ায়নি তাদের দুজনকে। মনীশ মালহোত্রার এই দিওয়ালি পার্টির আয়োজন আবারও এক করল তাঁদের ।
FREE ACCESS