দেশ

বাজি নিষিদ্ধ দিল্লিতে! দূষণ রুখতে নির্দেশ সুপ্রিম কোর্টের

crackers is banned in Delhi

The Truth of Bengal: রাজধানী দিল্লির দূষণ মাত্রা দেশের অন্য যেকোন মেট্রো শহরগুলির মধ্যে সবথেকে বেশি। দিন দিন পরিবেশ দূষণ গ্রাস করে ফেলছে রাজধানীকে। বায়ু দূষণ একেবারে তার ভয়াবহ রূপ দেখাচ্ছে রাজধানীতে। ফলে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলেন দিল্লি প্রশাসন। বাইরে না বেরিয়ে বাড়িতে থেকেই কাজ করার পরামর্শ দেওয়া হয়েছিল। আবার বাইরে যদি একান্তই বের হতে হয় তাহলে নিজের গাড়ি ব্যবহার না করে একসাথে অনেকে যেতে পারে এমন গাড়ি ব্যবহার করার নির্দেশিকা দেওয়া হয়েছিল।

এরপরেও দিল্লিতে বাজির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকার বাজির উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। তবে এই নিষেধাজ্ঞার মেনে নিতে রাজি ছিলেন না বাজে প্রস্তুতকারক সংস্থাগুলি। ফলে, দিল্লি সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করেছিলেন তারা। বহু মানুষের কর্মসংস্থানের উপায় এই বাজি প্রস্তুতি। কিন্তু তারপরেও নিজের সিদ্ধান্তে অটল থাকলো শীর্ষ আদালত।

সম্পূর্ণ বিষয়ের মধ্যে কোন কিছুতেই হস্তক্ষেপ করতে রাজি হলো না সুপ্রিম কোর্ট। কিরকম থেকে গেল সুপ্রিম সিদ্ধান্ত। এ বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি এম এম সুন্দ্রেশ স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন বেরিয়াম দিয়ে তৈরি কোন প্রকার বাজি দিল্লিতে ফাটানো যাবে না। এই বিষয়ে এবার সিলমোহর দিয়ে দিল শীর্ষ আদালত।

Related Articles