বিনোদন

ছোটো পর্দার মিঠাই পেশার খাতিরে ত্যাগ করলেন কোমর ছাপানো চুল

Soumitrisha latest instagram post

The Truth of Bengal: সপ্তাহের প্রথম দিনেই হইচই ফেলে দিয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। গোলাপি টপ আর সাদা সাদা প্যান্টে যেন জীবন্ত ‘বার্বি’! ছবির বিবরণীতে নায়িকা লিখেছেন, ‘ত্যাগ অনেকটাই বিনিয়োগের মতো।’ তারপর জানিয়েছেন, তাঁর প্রথম ছবি ‘প্রধান’-এর প্রস্তুতি নিচ্ছেন। পেশার খাতিরে কী ত্যাগ করলেন ছোটপর্দার ‘মিঠাই’? তাঁর সাধের কোমর ছাপানো চুল কাঁচির কোপে কোমরের উপরে উঠে গিয়েছে! আবার সামনে কাঁধছোঁয়া লেয়ার্স।

সৌমিতৃষার কথায়, ‘‘ধারাবাহিকের তুমুল জনপ্রিয়তার কারণে সবার কাছে এখনও আমি ‘মিঠাই’। গা থেকে পুরনো গন্ধ তো মুছতে হবে! তাই টিম থেকে অনুরোধ জানানো হয়েছিল, যদি চুলের স্টাইল বদল ঘটিয়ে কিছু পরিবর্তন আনতে পারি। আমিও রাজি হয়ে যাই। কারণ, ছবিতে অভিনয়ের সুবাদে আমারও কিছু দায়িত্ব আছে।’’ ২০১৭ থেকে চুলে কাঁচি পড়েনি। চরিত্রের কারণে এক ঢাল চুল রাখতে হয়েছিল। সেই চুল এখন কোমরের উপরে। অনেকটাই যেন ত্যাগ-স্বীকার! তবে পেশার খাতিরে তিনি এরকম আরও ত্যাগ করতে প্রস্তুত।

নতুন লুক নিয়েই তাঁর ছবির ‘লুক’ সেট হয়েছে। আর কী বদলাতে হবে তাঁকে? নায়িকা জানিয়েছেন, আপাতত আর কিছু বদল নেই। ছবিতে তিনি দেবের নায়িকা। নায়কের থেকে তাঁর উচ্চতার পার্থক্য অনেকটাই। তাই তিনি হিল পরবেন জানিয়েছেন। তাছাড়া ও কাছাকাছি উচ্চতা হলেই রসায়ন জমবে এমন কোনও কথা নেই। উদাহরণ দিয়ে বলেন, অমিতাভ বচ্চন-জয়া ভাদুড়ি, অভিষেক বচ্চন-রানি মুখোপাধ্যায়। চুলে লেয়ার্স, সঙ্গে হিলস। ছবিতে নায়িকা আধুনিকা? সে কথা এক্ষুণি ভাঙতে নারাজ তিনি। ছবির শুট শুরু হবে চলতি মাসের শেষে। সব ঠিক থাকলে পুজোর আগেই শেষ হয়ে যাবে শুট। অতনু রায়চৌধুরীর ছবিতে এবারেও একঝাঁক তারকা।

Related Articles