
The Truth of Bengal: বৃষ্টি থামার নাম নেই। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর থেকে দক্ষিণ ভারত। গত কয়েক সপ্তাহে বিধ্বস্ত একাধিক রাজ্যের বহু জেলা। এর মাঝেই ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল মৌসম ভবন। মৌসম ভবন সূত্রে খবর, বৃহস্পতিবার মুম্বইয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। মুম্বইয়ের পাশাপাশি ভারী বৃষ্টির কারণে রায়গড়, রত্নাগিরিতেও লাল সতর্কতা জারি রয়েছে।
রাতভর বৃষ্টিতে জলমগ্ন নাগপুরের বিস্তীর্ণ এলাকা। মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরাখণ্ডেও। জেলায় জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টিতে ধস নেমে ২৪১ রাস্তা বন্ধ রয়েছে। হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আগামী তিনদিন দুর্ভোগ চলবে এই রাজ্যে।
মেঘ ভাঙা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি ঘিরে আগাম সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর খানিকটা প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে।