রাজ্যের খবর

রেলস্টেশনে অস্বাস্থ্যকর পরিবেশ! ক্ষুব্ধ যাত্রীদের একাংশ

Kharagpur Station

The Truth of Bengal: খড়্গপুর, এখানে রয়েছে বিশ্ববিখ্যাত আইআইটি শিক্ষাপ্রতিষ্ঠান। আর এই পঃমেদিনীপুরের এই গুরুত্বপূর্ণ শহরে রয়েছে নানা ছোট-বড় কারখানা। অত্যন্ত ব্যস্ততম স্টেশনও বটে। দক্ষিণ পূর্ব রেলের এই জনপ্রিয় স্টেশন দিয়েই যান লক্ষ লক্ষ যাত্রী।কিন্তু সেই লাইফলাইনের প্রাণকেন্দ্র বলে পরিচিত খড়্গপুর স্টেশনে অপরিচ্ছন্নতার কালো ছাপ রয়েই গেছে। নোংরা আর্বজনায় দাঁড়িয়ে থাকা দায় হয় যাত্রীদের।কারণ দুর্গন্ধে ভরে আছে ৫ও ৬ নম্বর স্টেশন।

দীর্ঘদিন সাফাই না হওয়ায় স্টেশনে নাকে রুমাল ছাড়া উপায় নেই। দুর্গন্ধের এই নরকপুরী নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরা। কয়েকদিন আগে এই স্টেশনে কিভাবে মাদকের কারবার চলছে তা আমরাই তুলে ধরেছিলাম। এখন এই আর্বজনার আস্তুকুঁড় দেখে অনেকেই বলছেন, ছিঃ ছিঃ এত্তা জঞ্জাল। কোথায় রেলের সাফাই কর্মী? কে করেন তাঁরা ? ডিউটি পালনে কী অনিহা রয়েছে রেলের কর্তাদের? কোনও রা কাড়ছেন না ভারতীয় রেলের প্রশাসকরা। যেখানে ভারতীয় রেলকে লাইফলাইন বলা হয়। প্রতিদিন লাখ লাখ যাত্রী ট্রেনে করে নিজের গন্তব্যে পৌঁছান।

ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক। দেশে মোট 7,349 টি রেল স্টেশন রয়েছে। বহু মানুষ ভ্রমণের ক্ষেত্রে ট্রেনকে বেছে নিলেও সাধারণ মানুষের অভিযোগ ট্রেনের পরিচ্ছন্নতা নিয়ে। বর্তমানেও বহু ট্রেন ও রেলস্টেশনে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। কেউ কেউ বলছেন,যাত্রীরাও দায় এড়াতে পারেন না।প্রশ্ন, রেল তো গ্রিণ টাইবুনালের নিয়ম মেনে শাস্তি দিতে পারে। করা যেতে পারে মামলা, তাতেও কেন গাফিলতি। তাই কেন্দ্রের রেল প্রশাসন, রেলের নিরাপত্তার মতো রেলের স্বচ্ছতা নিয়ে প্রচারসর্বস্ব ভূমিকা পালন ছেড়ে আন্তরিকভাবে কাজ করবে সেকথাও জানতে চান দুরপাল্লা ও লোকাল ট্রেনের যাত্রীরা।