হোয়াটসঅ্যাপে বড় চমক! ব্যবহারকারীদের জন্য আসছে দারুণ ফিচার
এর আগে Android বিটা ভার্সনেও এই ধরনের কুইজ-সংক্রান্ত ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
Truth Of Bengal: ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp তার Channels ফিচারকে আরও ইন্টারেক্টিভ করতে নতুন Quiz ফিচার নিয়ে আসছে। এতদিন Channels একতরফা ব্রডকাস্ট প্ল্যাটফর্মের মতো কাজ করতো, যেখানে শুধু অ্যাডমিন আপডেট শেয়ার করতে পারতেন। এবার হোয়াটসঅ্যাপের নতুন Quiz ফিচারের মাধ্যমে চ্যানেলের ফলোয়াররা সরাসরি প্রশ্ন করতে পারবেন। নতুন ফিচারটি সম্প্রতি iOS-এর হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন (TestFlight)-এ দেখা গেছে।
এর আগে Android বিটা ভার্সনেও এই ধরনের কুইজ-সংক্রান্ত ইঙ্গিত পাওয়া গিয়েছিল। WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, এই ফিচারের নাম Channel Quiz। এখনও শুধু চ্যানেল অ্যাডমিনদের জন্য টেস্ট করা হচ্ছে। নয়া ফিচারের মাধ্যমে অ্যাডমিন উত্তরের অপশনের সঙ্গে ছবি যোগ করতে পারবেন। এটি শিক্ষামূলক কনটেন্ট, ছবি-ভিত্তিক প্রশ্ন বা ব্র্যান্ডেড ক্যাম্পেইনের জন্য ব্যবহার করা যাবে। যখন কোনো ফলোয়ার সঠিক উত্তর বেছে নেবেন, তখন স্ক্রিনে হালকা কনফেটি অ্যানিমেশন দেখাবে। ভুল উত্তর বেছে নিলে কোনো ভিজুয়াল রিয়্যাকশন দেখা যাবে না।
Channel Quiz ফিচারের মাধ্যমে অ্যাডমিন দেখতে পাবেন কতজন ফলোয়ার কোন উত্তর বেছে নিয়েছেন। এতে বোঝা যাবে কনটেন্ট কতটা ভালো হচ্ছে এবং ফলোয়াররা কতটা এনগেজড হচ্ছেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলসের পোল ফিচারের থেকে নতুন ফিচার কুইজ সম্পূর্ণ আলাদা। কুইজে অ্যাডমিন একটি প্রশ্নের সঙ্গে একাধিক উত্তরের অপশন দিতে পারবেন এবং কমপক্ষে একটি সঠিক উত্তর মার্ক করা বাধ্যতামূলক। নতুন Quiz ফিচার iOS এবং Android দুটি বিটা ভার্সনেই দেখা গেছে। আশা করা যায়, WhatsApp Channels-এর নতুন Quiz ফিচার এটিকে আরও ইন্টারেক্টিভ করে তুলবে।






