রাজ্যের খবর

৫৬৩ কিলোমিটার এলাকা কাঁটাতার শূন্য, সীমান্ত সুরক্ষায় জরুরি পদক্ষেপের দাবি স্থানীয়দের

এর ফলে অনুপ্রবেশের ঘটনা ঘটছে, চোরাচালান বাড়ছে এবং মাঝে মধ্যে অসামাজিক কার্যকলাপও ঘটছে।

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: নদিয়ার সীমান্তে এখনও ৫৬৩ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই। সীমান্তবর্তী গ্রামের মানুষদের দাবি, দুই সরকার যদি বিবাদ ভুলে উদ্যোগ নেয়, তবে এই এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। অনেক জায়গায় কাঁটাতারের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে, কিন্তু জমি জটের কারণে অনেক স্থানে কাজ আটকে গেছে। এর ফলে অনুপ্রবেশের ঘটনা ঘটছে, চোরাচালান বাড়ছে এবং মাঝে মধ্যে অসামাজিক কার্যকলাপও ঘটছে।

বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা সীমান্ত পার হয়ে গ্রামবাসীর উপর হামলা চালিয়ে মালপত্র লুঠ করে নেয়। স্থানীয় কৃষকরা এই কাঁটাতারের জন্য জমি দিতে ইচ্ছুক। তারা চায় সীমান্তের নিরাপত্তা বাড়ুক, দেশ ও সীমান্তবর্তী মানুষদের সুরক্ষা নিশ্চিত হোক।

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, রাজ্য সরকার জমি না দেওয়ায় ৫৬৩ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি, যার ফলে অনুপ্রবেশের মতো ঘটনা ঘটছে। সীমান্তবর্তী গ্রামবাসীর কথায়, কাঁটাতার না থাকার কারণে সন্ত্রাসবাদী ও দুষ্কৃতীরা প্রবেশ করে ক্ষতি করছে। স্থানীয়রা চাইছেন, রাজ্য ও কেন্দ্র সরকার একযোগে উদ্যোগ নিয়ে কাঁটাতার বসিয়ে সীমান্ত, দেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক।

Related Articles