কলকাতা
সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান হতে চলেছেন জন বারলা
ডুয়ার্সে ভয়াবহ প্লাবনের সময়ও কার্যত নিষ্ক্রিয় ভূমিকায় থাকতে হয়েছিল প্রাক্তন সাংসদকে।
Truth Of Bengal: চা বাগান শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক উত্থান,এই পথ ধরেই রাজ্য রাজনীতিতে নিজের জায়গা তৈরি করেছিলেন জন বারলা। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর দলের তরফে ঘোষণা সত্ত্বেও এতদিন কোনও ট্রেড ইউনিয়নের দায়িত্ব তাঁর হাতে দেওয়া হয়নি।
ডুয়ার্সে ভয়াবহ প্লাবনের সময়ও কার্যত নিষ্ক্রিয় ভূমিকায় থাকতে হয়েছিল প্রাক্তন সাংসদকে। অবশেষে সেই অধ্যায় শেষ হল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার জন বার্লাকেই পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ করেছেন। যা মূলত একটি রাজ্য সরকারি পদ এবং সাংগঠনিক দায়িত্ব থেকে সরাসরি প্রশাসনিক কাঠামোয় যুক্ত হওয়ার সুযোগ এনে দিচ্ছে তাঁকে।






