Rising Star Asia Cup: ছোটোদের এশিয়াকাপের জন্য জাতীয় দলে সুযোগ পেলেন বৈভব
প্রসঙ্গত, বৈভব ২০২৫ সালের আইপিএল-র মরসুমে রাজস্থান রয়্যালসের হয়ে ঝড় তুলেছিলেন।
Truth of Bengal: আসন্ন রাইজিং স্টার এশিয়া কাপের জন্য ঘোষণা করা হল ১৫ সদস্যের ভারতীয় দল। সোমবার এই টুর্নামেন্টের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এবার এই দলে সুযোগ পেয়েছেন মজফফরপুরের কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন জীতেশ শর্মা। এবং সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন নমন ধীর। এবারের প্রতিযোগিতা শুরু হবে চলতি মাসের ১৪ তারিখ থেকে।
প্রসঙ্গত, বৈভব ২০২৫ সালের আইপিএল-র মরসুমে রাজস্থান রয়্যালসের হয়ে ঝড় তুলেছিলেন। তারপরই বৈভবকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় জল্পনা শুরু হয়। এরপর বৈভব অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৫২ বলে একটা শতরানও করেন। এটিই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম শতরান। পাশাপাশি বৈভবের ব্যাট থেকে এসেছিল একটি অর্ধ্বশত রানও। বৈভব গোটা টুর্নামেন্টে মোট রান করেছিলেন ২৫২। বৈভব ছাড়াও এই টুর্নামেন্টের জন্য ১৫ জনের দলে জায়গা পেয়েছেন, নেহাল ওয়াধেরা, আশুতোষ শর্মা, গুরজাপনীত সিং, অভিষেক পোড়েল প্রমুখরা।
এই টুর্নামেন্টে ভারত রয়েছে গ্রুপ বি-তে। ভারত ছাড়াও গ্রুপের অন্যান্য দেশগুলি হল পাকিস্তান, আরব আমিরশাহি এবং ওমান। প্রথম ম্যাচে ১৪ নভেম্বর ভারত মুখোমুখি হবে আরব আমিরশাহির। মেন-ইন-ব্লুজ জুনিয়র ব্রিগেডের দ্বিতীয় ম্যাচে জীতেশদের প্রতিপক্ষ হল চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ও ১৮ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচ খেলবেন জীতেশ-বৈভবরা। এক নজরে দেখে নেওয়া যাক ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দল- প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, নেহাল ওয়াধেরা, নমন ধীর (সহ অধিনায়ক), সূর্যাংশ শেড়গে, জীতেশ শর্মা (অধিনায়ক), রমনদীপ সিং, হর্ষ দুবে, আশুতোষ শর্মা, যশ ঠাকুর, গুরজাপনীত সিং, বিজয় কুমার বৈশক, যুধবীর সিং চরক, অভিষেক পোড়েল, সুয়াশ শর্মা।
অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রয়েছেন, গুরনুর সিং ব্রার, কুমার কুশাগ্র, সমীর রিজভি এবং শাইক রশিদ।





