
Truth of Bengal: মহারাষ্ট্রের পুনে শহরে একটি হৃদয়বিদারক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১১ এপ্রিল এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক আবাসিক ভবনের প্রাঙ্গণে কয়েকজন শিশু খেলছিল।
ভিডিওতে দেখা যায়, হঠাৎ একটি ফুলদানি একটি বাড়ির বারান্দা থেকে নিচে পড়ে যায় এবং তা সরাসরি একটি শিশুর মাথায় পড়ে। এরপর শিশুটি মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
🚨🚨🚨Residents of high rise buildings should be vigilant and careful while putting flower pots in the balcony.
In Pune, Maharashtra, a flower pot fell on a child’s head from the balcony wall, the child died.pic.twitter.com/M3NRye0Fc9
— Neetu Khandelwal (@T_Investor_) April 28, 2025
ঘটনার পর মুহূর্তেই আশেপাশের মানুষ ছুটে আসে এবং চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলেও জানা গেছে, ফুলদানিটি পড়ার পরপরই শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
वीडियो वायरल !!
महाराष्ट्र के पुणे में एक बच्चे के सिर पर छत की बालकनी की दीवार से गिरा गमला, बच्चे की मौत !!
कृपया हाई राइज बिल्डिंग में रहने वाले अपने घर के ऊपर या अपने गमलों को देख लें ताकि ऐसा हादसा किसी के साथ ना हो !! pic.twitter.com/ZsNWjLc3TE— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) April 28, 2025
এই মর্মান্তিক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং অনেকেই শোক প্রকাশ করেছেন।