বিনোদন

বলিউডে প্রত্যাবর্তন হল না, ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদের ‘আবির গুলাল’

No comeback to Bollywood, Fawad's 'Abir Gulal' not releasing in India

Truth Of Bengal: রক্তাক্ত ভূস্বর্গ। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এ জঙ্গিহানার ঘটনায় স্তব্ধ গোটা দেশ। জঙ্গিদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয়েছে ২৮ জন পর্যটকের। পহেলগাঁও-এ ঘুরতে আসা পর্যটকদের ধর্ম নিশ্চিত করে তারপর তাদের হত্যা করে জঙ্গিগোষ্ঠী।

ইতিমধ্যেই ভারত সরকার কড়া অবস্থান গ্রহণ করেছে পাকিস্তানের বিরুদ্ধে। এই ভয়াবহ গণহত্যার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। বদলা চাইছে গোটা দেশবাসী। আর এই পরিস্থিতির মধ্যেই ভারতে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে বয়কটের ডাক উঠেছে। ফাওয়াদের ছবি ‘আবির গুলাল’ মুক্তি পাচ্ছে না ভারতে। এমনকি ছবির মুক্তি আটকাতে তৎপর তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

‘আবির গুলাল’ ছবিতে বলিউড অভিনেত্রী বাণী কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন পাক সুপারস্টার ফাওয়াদ খান। ৯ মে ভারতে ‘আবির গুলাল’ রিলিজ করার কথা রয়েছে এই ছবির আর তার আগেই এই বিপত্তি। ফাওয়াদ খানকে বয়কটের ডাক ওঠার পরই অভিনেতাকে শোকবার্তা জ্ঞাপন করতে দেখা যায়।

ফাওয়াদ তাঁর ইনস্টা স্টোরিতে লিখেছেন, ‘পহেলগাঁওয়ে এমন জঘন্য হামলার খবর শুনে, আমি গভীরভাবে দুঃখিত। এই ভয়ানক ঘটনার শিকার হতে হল যাঁদের, তাঁদের জন্য প্রার্থনা করছি এবং এই কঠিন সময়ে নিহতদের পরিবারের জন্য শক্তি এবং আরোগ্য কামনা করি।’ সব মিলিয়ে পহেলগাঁও জঙ্গি হামলার জেরেই ভারতে ছবি মুক্তিতে বাঁধা।

Related Articles