রাজ্যের খবর

সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনে ধামসা বাজালেন মুখ্যমন্ত্রী, দেখুন সেই ভিডিয়ো

Chief Minister plays the dhamsa at the inauguration of the solar power plant, watch the video

Truth Of Bengal: পূর্ব ভারতের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে। কলেজ মাঠে এই অনুষ্ঠানে নির্দিষ্ট সময়ে পৌঁছে যান রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় মুখ্যমন্ত্রী যখন কোন অনুষ্ঠানে যান সব সময় তাঁকে দেখা যায় স্থানীয় সংস্কৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে। এক্ষেত্রেও স্থানীয় লোকসংস্কৃতির সঙ্গে মিশে গেলেন মুখ্যমন্ত্রী। গোয়ালতোড় কলেজ মাঠের অনুষ্ঠানে মঞ্চে ডেকে নিলেন ধামসা শিল্পীদের। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী নিজে হাতে তুলে নিলেন ধামসার কাঠি। ধামসা বাজালেন তিনি। সেই সময় মঞ্চের সামনে কয়েক হাজার মানুষের উপস্থিতি। মুখ্যমন্ত্রী ধামসায় সুর তুললেন।

উপস্থিত মানুষজন মুখ্যমন্ত্রীর এই ধামসা বাজানো দেখে উদ্ভাসিত। এর আগেও বিভিন্ন সময়ে দেখা গিয়েছে এই ভাবেই সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে তাঁকে। আদিবাসী মহিলাদের সঙ্গে নাচ, আবার কখনও অন্যদের সঙ্গে গানে গলা মেলানো সচরাচর মুখ্যমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানে এই ছবি আমরা দেখতে পাই। এর আগে বিভিন্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে ধামসা বাজাতে। পশ্চিম মেদিনীপুর জেলার অনুষ্ঠানেও সেই ছবি ধরা পড়ল।

মঙ্গলবার পূর্ব ভারতের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন। পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে এই সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি গড়ে উঠেছে। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কলেজ মাঠের সরকারি অনুষ্ঠান থেকে এই প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ৯৫০ একর জমির মধ্যে ৪৩০ একরের ওপর গড়ে উঠেছে এই সোলার প্ল্যান্ট।

এই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে ১১২.৫ মেগাওয়াট শক্তির বিদ্যুৎ উৎপাদন হবে। প্রকল্পটি গড়ে তুলতে রাজ্য সরকার ৭৫০ কোটি টাকা ব্যয় করেছে। এই প্রকল্প গড়ে ওঠার ফলে গ্রীন হাউজ গ্যাসের পরিমাণ নিয়ন্ত্রিত হবে। নির্ভরতা কমবে জীবাশ্ম জ্বালানির ওপর। কার্বন নিঃসরণও কমবে। রক্ষণাবেক্ষণের খরচ কমবে। এই শক্তি উৎপাদনে জলের ব্যবহার কম হবে ফলে জল সংরক্ষিত হবে। সেই সঙ্গে রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। রাজ্য সরকারের উদ্যোগ, ভবিষ্যতে দ্বিতীয় পর্যায়ে সংলগ্ন জমিতে ১০০ মেগাওয়াট এসি সোলার পার্ক সম্প্রসারণ এবং ৫২ মেগাওয়াট-ঘন্টা ব্যাটারি শক্তি সঞ্চয় ব্যবস্থা (বিইএসএস) স্থাপন।

Related Articles