পশ্চিমে তীব্র তাপপ্রবাহ, দক্ষিনে সামান্য বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?
Intense heat wave in the west, light rain in the south! What does the Meteorological Office say?

Truth Of Bengal: বৈশাখের শুরুতেই তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। রোদের তেজ আর আর্দ্রতা মিলিয়ে এক অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে, বিশেষত পশ্চিমের পাঁচটি জেলা — বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধ থেকে শুক্রবার পর্যন্ত গরমের দাপট আরও তীব্র হবে। তাপমাত্রা লাফিয়ে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হলেও তা গরমের তীব্রতা কমাবে না বলেই মত বিশেষজ্ঞদের। রোদের প্রখরতা ও বাতাসে আদ্র্রতার মাত্রা মিলিয়ে অস্বস্তি আরও বাড়বে।
গত সপ্তাহে কালবৈশাখীর জেরে সামান্য স্বস্তি মিললেও এবার আর সেই সম্ভাবনা নেই বললেই চলে। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ৮৭ শতাংশ, যা ভ্যাপসা গরমকে আরও তীব্র করেছে।
উত্তরবঙ্গে অবশ্য আবহাওয়ার তেমন পরিবর্তন নেই। পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম খুব একটা বাড়বে না। চিকিৎসকরা গরমে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন—প্রচুর জল পান করা, রোদ এড়িয়ে চলা এবং প্রয়োজন ছাড়া দুপুরে বাইরে না বের হওয়াই শ্রেয়।