মেদিনীপুরের মাটিতে শিল্প করার জন্য সজ্জন জিন্দালকে ধন্যবাদ, বললেন সৌরভ
Thank you to Sajjan Jindal for doing art on the soil of Midnapore, says Sourav

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে জোড়া পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের শিলান্যাস করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার ব্রান্ড অ্যাম্বাসডর তথা প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন সজ্জন জিন্দালদের এই শিল্প স্থাপনের জন্য ভূয়সী প্রশংসা করেন সৌরভ। তিনি বলেন, ‘বাংলার মেদিনীপুরের মাটিতে শিল্প গড়ার জন্য আমি সজ্জন জিন্দালকে ধন্যবাদ জানাচ্ছি। মেদিনীপুরের মাটি শিল্প উপযোগী।’
সৌরভ বলেন, ‘আমি দেখছিলাম অনেক বড় খেলার মাঠও রয়েছে। আমি নিজেই মেদিনীপুরের মাটিতে খুব কাছ থেকে দেখেছি। এখানে আসতে আসতে আমি দেখছিলাম শুধু শিল্প গড়া নয়, এখানে যারা কাজ করেন তাদের থাকা খাওয়া এবং খেলাধুলার জায়গাও খুব ভাল। মেদিনীপুরের ছেলেমেয়েদের অনেক কর্মসংস্থান হবে শিল্প স্থাপনের মধ্য দিয়ে। আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। পশ্চিমবঙ্গ এর কলকাতা সহ মেদিনীপুরের মাটিতে সজ্জন জিন্দাল যেভাবে ইন্ডাস্ট্রি শুরু করেছেন, আগামী দিনে এখানকার মানুষের কর্মের সংস্থান হবে।’
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বাংলায় আরও অনেক শিল্প স্থাপনের বিষয়ে ‘মউ’ স্বাক্ষর হয়েছিল। বাংলার মাটিতে তা বাস্তবায়ন ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা এখন শিল্পের ডেস্টিনেশন। একাধিক শিল্প গোষ্ঠী বাংলায় বিনিয়োগ করতে আসছে। রাজ্য সরকার শিল্পদ্যোগীদের শিল্প স্থাপনের জন্য সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।