রাজ্যের খবর

খড়গপুর আইআইটিতে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ! চাঞ্চল্য ক্যাম্পাসে

Student's hanging body found at IIT Kharagpur! Sensation on campus

চিত্র: সংগৃহীত খড়গপুর আইআইটি-তে ফের আত্মহত্যার ঘটনা। রবিবার মাঝরাতে জগদীশচন্দ্র বসু হলে নিজের ঘর থেকে উদ্ধার হয়েছে চতুর্থ বর্ষের ছাত্র অনিকেত ওয়ালকারের ঝুলন্ত দেহ। ওসিয়ান ইঞ্জিনিয়ারিং এন্ড নভেল আর্কিটেকচার বিভাগের ছাত্র অনিকেত মহারাষ্ট্রের রামনগর থানার অধীন সম্রাট অশোকনগরের বাসিন্দা।

ঘটনার দিন রাতে রুম নম্বর C-214 দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় সন্দেহ হয় সহপাঠীদের। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খড়গপুর টাউন থানার পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই অনুমান করা হলেও, মৃত্যুর সঠিক কারণ জানতে সোমবার মেদিনীপুর মেডিকেল কলেজে ময়নাতদন্ত করা হবে। ঘটনার খবর পেয়ে অনিকেতের পরিবারকেও জানানো হয়েছে।

পুরো ঘটনায় শোকস্তব্ধ আইআইটি খড়গপুরের ছাত্রসমাজ। আইআইটির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি না এলেও, ছাত্রদের মানসিক স্বাস্থ্য নিয়ে আরো বেশি মনোযোগ দেওয়ার দাবি তুলছেন অনেকে। প্রসঙ্গত, খড়গপুর আইআইটি-তে এর আগেও আত্মহত্যার ঘটনা ঘটেছে। ফলে ফের একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রশাসনিক দায়বদ্ধতা ও মানসিক স্বাস্থ্য সহায়তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে।

Related Articles