চাপদানি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে উন্নয়নের কর্মসূচি
Development programs underway in various wards of Chapdani Municipality

তরুণ মুখোপাধ্যায় হুগলী: তৃণমূল পরিচালিত চাপদানি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে উন্নয়নের কর্মসূচি। শহরবাসীর সুবিধার্থে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। এখানকার ১৪ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় নিকাশি ব্যবস্থার একটা সমস্যা ছিল, পৌর এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান চাইছিলেন অবশেষে তা পূরণ হতে চলেছে।
চাপদানি পৌরসভার পুর প্রধান সুরেশ মিশ্র জানালেন যে, পুর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের যে নিকাশি সমস্যা ছিল তা আমাদের মা মাটি মানুষ সরকারের সহায়তায় মিটতে চলেছে। এখানকার বিস্তীর্ণ এলাকায় জুড়ে দ্রুত গতিতে চলছে হাইড্রেন নির্মাণের কাজ।
আমরা আশা করছি, বর্ষার আগেই হাইড্রেন নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। ফলে বর্ষায় এলাকায় বানভাসীর যে সমস্যা হতো তা আর হবে না। এবং এর ফলে এই পুর এলাকার প্রায় এক লক্ষ মানুষ উপকৃত হবে। এর সঙ্গে সঙ্গে আমাদের পৌরসভার পক্ষ থেকে বেশ কিছু ডিপ টিউবেল নির্মাণের কাজ শুরু করেছি।
কারণ, ইতিমধ্যে গরম পড়তে শুরু করেছে এবং এই পুর এলাকার কিছু কিছু জায়গায় জলের একটা সমস্যা দেখা দিয়েছে। যাতে এই গরমে আমার পুর এলাকার মানুষেরা কষ্ট না পান তার জন্য রাজ্য সরকারের পৌর দপ্তরের কাছে আবেদন করেছিলাম সেটা তারা মঞ্জুর করেছেন এবং তার কাজও শুরু হয়েছে। আশা করছি এই প্রচন্ড গরম এবং দাবদাহ থেকে মানুষকে তৃষ্ণার জল আমরা পর্যাপ্ত পরিমানে বাড়ি বাড়ি সরবরাহ করতে পারব ।