রাজ্যের খবর

বড় খবর! বিয়ের দিন দিলীপ ঘোষের আবাসন থেকে উদ্ধার সাপ

Big news! Snake rescued from Dilip Ghosh's residence on wedding day

Truth Of Bengal: সব জল্পনার অবসান। অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দিলীপ ঘোষ। খোকাবাবুর বিয়ে নিয়ে এখন শোরগোল গোটা বাংলা। তাঁর নিউটাউনের আবাসনের সামনে ভিড় সংবাদমাধ্যমের। তার ভক্ত অনুগামীদের ভিড় জমেছে বাড়ির সামনে। একটা সময় যিনি ‘পণ’ করেছিলেন বিয়ের পিঁড়িতে বসবে না, শেষ পর্যন্ত তিনি এখন বিয়ের পিঁড়িতে বসছেন। আর সেই বিয়ের দিনই আবাসনে দেখা গেল সাপ! রইল সেই ভিডিয়ো।

বর্তমানে স্বাভাবিকভাবেই আগ্রহ ও কৌতূহলের কেন্দ্রবিন্দুতে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি। তাঁর এই বিয়ে নিয়ে দলের মধ্যেই রয়েছে ভিন্নমত। সূত্রের খবর, দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা তাঁর বিয়ে আটকাতে কোমর বেঁধে নেমেছিলেন। তবে কোন কিছুতেই কাজ হয়নি। নিজের বান্ধবীর সিঁথিতে সিঁদুর পড়াতে চলেছেন দিলীপ।

এই নিয়ে যখন ঘোষ বাড়িতে আনন্দমুখর আবহ ঠিক সেই সময় ঘটল এক ঘটনা। বাড়িতে ঢুকেছে সাপ। আতঙ্ক ছড়িয়ে পড়ল উৎসবমুখর বাড়ির মুখগুলির মধ্যে। কী করে এমন ঘটনা ঘটল? কোথা থেকে একটা সাপ এসে ঢুকে পড়ল দিলীপ ঘোষের আবাসনে! আতঙ্ক আত্মীয়-স্বজনদের চোখে মুখে। যারা সাপ ধরতে পটু সেই টিমের কাছে খবর পৌঁছায়।

দ্রুততার সঙ্গে তারা পৌঁছে যান দিলীপ ঘোষের আবাসনে। তারা ধরে ফেলে ওই সর্পটিকে। স্বস্তির নিঃশ্বাস ফেলেন বাড়ির সকলে। যখন বিয়ে নিয়ে চর্চা সকলের মধ্যে সেই সময় হঠাৎ করে সাপ যেন বিঘ্ন ঘটিয়ে দেয় সব আলোচনায়। বিয়ে ফেলে সাপ উঠে আসে চর্চায়। তবে শেষ পর্যন্ত সমস্ত আতঙ্ক দূর হয়েছে। সাপটিকে ধরে নিয়ে গিয়েছেন বন কর্মীরা।

Related Articles