ধুলিয়ানে দেখা গেলো হিন্দু মুসলিম সম্প্রীতির এক অসাধারণ চিত্র
A remarkable picture of Hindu-Muslim harmony was seen in Dhulian

Truth Of Bengal: সামসেরগঞ্জের ধুলিয়ানে দেখা গেলো হিন্দু মুসলিমের সম্প্রীতির চিত্র। উভয় সম্প্রদায়ের মানুষ এক সঙ্গে বসে বিড়ি বাঁধাসহ খেলা ধুলো দৈনন্দিন জীবনের মতোই করছেন। জন্মগত ভাবে এখানে কেউ ৬০ বছর তো কেউ ২০,৩০,৪০ বছর ধরে এভাবেই কাঁধেকাঁধ মিলিয়ে বসবাস করছেন।
ওয়াকফের জেরে সম্প্রতি বিভিন্ন জায়গা অশান্ত হয়েছে। কিমতু তারই মাঝে দেখা গেলো এক সম্প্রীতির চিত্র। সামসেরগঞ্জের ধুলিয়ানে দেখা গেলো হিন্দু মুসলিমের সম্প্রীতির ছবি। এখানে হিন্দুদের বাড়ি, ঘর ছেড়ে যেতে হয়নি। বরং হিন্দুদের বুকে জড়িয়ে ধরে রেখেছিলেন মুসলিম সম্পদায়ের মানুষরা।
তারা বরাবরই ধর্মীয় উৎসবে একে অপরে সামিল হয়ে আনন্দ করেন। উভয় সম্প্রদায়ের মানুষ এক সঙ্গে বসে বিড়ি বাঁধাসহ খেলা ধুলো দৈনন্দিন জীবনের মতোই করছেন। জন্মগত ভাবে এখানে কেউ ৬০ বছর তো কেউ ২০,৩০,৪০ বছর ধরে এভাবেই কাঁধেকাঁধ মিলিয়ে বসবাস করছেন। এই ভাবেই যেন সকলের সারা জীবন কেটে যায় সেই আশাই রাখছেন গ্রামবাসীরা।