কালিদাস মত আচরণ! আপনি কোনদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না! কটাক্ষ মমতার
Behaving like Kali Das! You can never become the Prime Minister! Mamata sneers

Truth Of Bengal: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন সরাসরি। ওয়াকফ আইনে পরিণত হওয়ার পর রাজ্যের মুর্শিদাবাদ, মালদার বেশ কয়েকটি এলাকায় পরিস্থিতি অগ্নিগর্ভ। এই পরিস্থিতির মধ্যে রাজ্যের ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। নেতাজি ইন্ডোরে আয়োজিত এই বৈঠক থেকে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আচরণে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ আইনে পরিণত করা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকার কড়া সমালোচনা করেন। ওয়াকফ পাস করাতে কেন এত তাড়াহুড়ো করেছে কেন্দ্র তা নিয়ে প্রশ্ন তোলেন। এর পিছনে কী উদ্দেশ্য রয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী কালী দাসের মতো আচরণ করছেন! মমতা বলেন কোনদিন উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না! অন্য রাজ্যের অশান্তির ছবি বাংলার ছবি বলে চালিয়ে অশান্তি বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সম্প্রতি ভিন রাজ্যের একাধিক অশান্তির ছবি বাংলার ছবি বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই প্রসঙ্গ উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তৃতায়। মমতার অভিযোগ, অন্য রাজ্যের দাঙ্গার ভিডিও দেখিয়ে বাংলায় অশান্তি বাঁধানোর চেষ্টা করা হচ্ছে।