গোঘাটে খালে উলটে গেল বাস, জখম পাঁচ যাত্রী
Bus overturns in Goghat canal, 5 passengers injured

Truth of Bengal: সৌভিক গোস্বামী, আরামবাগ: বাংলা নববর্ষের দিনেই ঘটে গেল বড়সড় সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার বিকেলে হুগলির গোঘাটের পান্ডুগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খালে উল্টে যায়। দুর্ঘটনায় গুরুতর জখম হয় কমপক্ষে পাঁচজন যাত্রীর।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, যাত্রীবাহী বাসটি আরামবাগ থেকে গোঘাটের বদনগঞ্জের দিকে যাচ্ছিল। বিকেলে হঠাৎই বাসটি রাজ্য সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খালে। স্থানীয়রা জানান, বাসটি খুব দ্রুতগতিতে ছিল, এবং সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণেই চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং গোঘাট থানার পুলিশ। তাদের তৎপরতায় আহতদের উদ্ধার করে প্রথমে কামারপুকুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এই ঘটনার ফলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বারবার দাবি তুলেছেন, ওই সড়কে দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণে আনতে পুলিশি নজরদারি এবং স্পিড ব্রেকারের প্রয়োজন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাসটিকে উদ্ধার করার কাজ চলছে।