রাজ্যের খবর

নববর্ষের সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত ১

Tragic road accident on New Year's morning! 1 dead

Truth of Bengal: মালদায় ফের পথ দুর্ঘটনা । নববর্ষের সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যাক্তির।  ঘটনাটি ঘটেছে মালদার নালাগোলা রাজ্য সড়কের হবিবপুর থানার বুলবুলচন্ডী মা মঙ্গলচন্ডী মন্দিরের সামনে। এর জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয় নালাগোলা  সড়কে।  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হবিবপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শ্রীকান্ত বসু। বাড়ি বুলবুলচন্ডী অঞ্চলের রামকান্তপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান পাকুয়াহাট থেকে মালদা যাওয়ার পথে একটি ডাম্পার গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শ্রীকান্ত বসু নামের এক ব্যাক্তির।

মঙ্গলবার বাড়ি থেকে বেরিয় সাইকেল নিয়ে বাজার করতে যাওয়ার পথে মঙ্গলচন্ডী মন্দিরের কাছে হঠাৎ ডাম্পারের চাকার নিচে পরে গিয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছরিয়ে পরে।এই ঘটনাকে ঘিরে মালদা নালাগোলা রাজ্য সড়ক যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। নববর্ষের সকালে এই ঘটনায় এলাকায় এবং পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles