প্রবল ঝড়ে বিপর্যস্ত চিন, কমলা সতর্কতা জারি বেজিং-এ
China hit by strong storm, orange alert issued in Beijing

Truth Of Bengal: প্রবল ঝড়ে বিধ্বস্ত চিন। বইতে শুরু করেছে টাইফুনের ঝোড়ো হাওয়া। আগামী কয়েকদিনই এই প্রবল বেগে ঝড় বইতে শুরু করবে বলে জানা যাচ্ছে। বেজিং-সহ একাধিক শহরেই জারি সতর্কবার্তা।
বিগত ১০ বছরে প্রথমবারের জন্য বেজিং-এ জারি কমলা সতর্কতা। আশঙ্কা, ১৯৫১ সালের পর থেকে এবার ফের এপ্রিলের বেজিং দেখতে চলেছে ঝঞ্ঝাবিক্ষুব্ধ পরিস্থিতি। ইতিমধ্যেই বেজিং-এ বাতিল হয়েছে চারশোরও বেশি উড়ান। উপড়ে পড়েছে প্রচুর পরিমানে গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাড়ি। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রবল ঝড়ের মাঝে মানুষজনকে বাড়িতে থাকার পরামর্শ। তবে ঝড়ের তাণ্ডব শুরুর আগেই ক্ষয়ক্ষতির পরিমান কমাতে প্রায় ৪ হাজার ৮০০-র কাছে গাছ ছেঁটে দেওয়া হয়েছে বলে জানা যায়।
জানা যায়, মরু ও তৃণভূমি অঞ্চলে এই ঝড় একেবারে বিরল কোনও ঘটনা নয়। তবে বেজিং-এর মতো শহরেও এই ঝড়ের প্রাদুর্ভাব অত্যন্ত স্বাভাবিক বিষয়ে, অন্তত এই সময়ের জন্য। তবে বিগত চ১০ বছরের মধ্যে এমন ঝোড়ো তাণ্ডব বেজিং-এর মানুষ দেখেনি বলেই আবহাওয়াবিদরা জানাচ্ছেন। গত, শুক্রবারই প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছে সতর্কতা। কেবলমাত্র বেজিংই নয়, এছাড়াও পূর্ব চিনের একাধিক শহরই বিপর্যস্ত হয়ে পড়ে ঝড়ে। এমনকি এই ধুলো ঝড়ের তাণ্ডবের সতর্কবার্তা দেওয়া হয় সাংহাইতেও।