রাজ্যের খবর

কৃষ্ণনগরে ডিআই অফিসে তাণ্ডব, পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ উত্তেজিত শিক্ষক-শিক্ষিকাদের

Riot at DI office in Krishnanagar, teachers protest despite police barricades

Truth Of Bengal: কৃষ্ণনগরে ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে ফের উত্তাল পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড ভেঙে উত্তেজিত শিক্ষক-শিক্ষিকারা সোজা ডিআই অফিসে ঢুকে পড়েন এবং অফিসে তালা ঝুলিয়ে দেন। কর্মচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের দীর্ঘদিনের বঞ্চনা ও ক্ষোভ যেন ফেটে পড়ল আজকের এই বিক্ষোভে।

অফিসের সামনে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড করে রাখলেও, বিক্ষোভকারীদের রোষের মুখে তা ভেঙে পড়ে। উত্তপ্ত জনতার সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ বাহিনীকে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে পরিস্থিতি সম্পূর্ণ অরাজক হয়ে ওঠে। ঘটনাক্রমে একাধিক পুলিশ কর্মী আহত হন, পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকাও আহত হয়েছেন বলে জানা গেছে।

দীর্ঘক্ষণ ধরে কৃষ্ণনগর ডিআই অফিস চত্বরে প্রায় রণক্ষেত্রের মতো পরিস্থিতি বিরাজ করে। উত্তেজনা এতটাই চরমে ওঠে যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় নাজেহাল হয়ে পড়ে। শেষে, প্রশাসনের হস্তক্ষেপে ও অতিরিক্ত পুলিশ মোতায়েনের ফলে ধীরে ধীরে উত্তেজনা প্রশমিত হয় এবং বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।

স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি যাতে আর না উত্তপ্ত হয়, তার জন্য নজরদারি বজায় রাখা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে আন্দোলনকারীদের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে।

 

Related Articles