
Truth Of Bengal: আলিপুরদুয়ার জেলায় ফের চিতাবাঘের হামলায় আতঙ্ক ছড়াল। ঘটনাস্থল বিন্নাগুড়ি চা বাগান। চা বাগানে কাজ করার সময় হঠাৎ চিতাবাঘের আক্রমণে গুরুতর আহত হলেন এক শ্রমিক। আহত শ্রমিকের নাম পাস্কেল ওরাওঁ।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবারও পাস্কেল ওরাওঁ বাগানে কাজে ব্যস্ত ছিলেন। ঠিক তখনই বাগানের ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে একটি চিতাবাঘ। পাস্কেল চিতাবাঘের উপস্থিতি টের পেলেও পালানোর আগেই হিংস্র শিকারীর থাবায় পড়ে যান। চিতাবাঘের থাবায় পাস্কেলের হাত ও মাথায় গুরুতর ক্ষত হয়। সঙ্গে সঙ্গে বনদপ্তরের তৎপরতায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
ঘটনার পর বাগানের শ্রমিকদের মধ্যে প্রবল আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাঁরা জানান, এইভাবে বারবার বন্যপ্রাণীর হামলা তাদের জীবন দুর্বিষহ করে তুলছে। চা বাগানের শ্রমিকরা বনদপ্তরের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।
এদিকে, বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, চিতাবাঘটি যাতে ফের আক্রমণ করতে না পারে, তার জন্য এলাকায় নজরদারি চালানো হচ্ছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হয়েছে। স্থানীয়দেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
চা বাগানে ফের চিতাবাঘের হামলা প্রাণভয়ে কাঁপাচ্ছে শ্রমিকদের। দ্রুত বনদপ্তরের ব্যবস্থা না হলে যে বড় বিপদ ঘটতে পারে, সেই আশঙ্কায় দিন কাটাচ্ছেন তাঁরা।