রাজ্যের খবর

দপ্তর ভিত্তিক আইনি প্রক্রিয়ায় নজরদারিতে নয়া কমিটি-মন্ত্রিসভা সিদ্ধান্ত

Cabinet approves new committee to monitor department-wise legal process

Truth Of Bengal: জয় চক্রবর্তী:  যেকোনো দপ্তরের আইনি বিষয়ক নজরদারির জন্য মন্ত্রীদের নিয়ে কমিটি গঠন করার সিদ্ধান্ত। মঙ্গলবার ৭০তম রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। মুখ্য সচিব মনোজ পন্থের তত্ত্বাবধানে এই আইনি বিষয়ক কমিটি তৈরীর সিদ্ধান্ত হয়েছে।

কমিটিতে রয়েছেন মলয় ঘটক, ব্রাত্য বসু, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য। বিভিন্ন দপ্তরের আইনি প্রক্রিয়াতে নজরদারির জন্যই এই কমিটি তৈরীর সিদ্ধান্ত হয়েছে। আইনি বিষয়ক ক্ষেত্রে রাজ্য সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরকে আদালতের সম্মুখীন হতে হয়।

মামলা দেখে সেটা কিভাবে এগোনো যাবে বা পদক্ষেপ ঠিক করতে এই কমিটি ‘সাজেশন’ দেবে। বিভিন্ন দপ্তরের আইনি প্রক্রিয়াতে সাহায্যের জন্য এই কমিটি পদক্ষেপ নেবে বলেই নবান্ন সূত্রে খবর।

Related Articles