কালো ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ, শিয়ালদহ স্টেশন থেকে উদ্ধার লক্ষাধিক টাকা
Rs 1 lakh seized from Sealdah railway station

Truth Of Bengal: কালো ব্যাগকে ঘিরে শিয়ালদহ স্টেশনে ছড়াল উত্তেজনা। কারণ, ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ রেল আধিকারিকদের। উদ্ধার ১,০৩,৮২০ নগদ টাকা ও বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী। তবে কে এই ব্যাগের মালিক তা এখন স্পষ্ট নয়। এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে RPF ।
জানা গিয়েছে, চিফ ইনস্পেক্টর অব টিকিট (CIT) অসিত কুমার পাল, শিয়ালদহ স্টেশনে ১২৩৫৮ দুর্গিয়ানা এক্সপ্রেস-এ রুটিন পর্যবেক্ষণ করছিলেন। আর সেইসময় ব্যাগটি খালি অবস্থায় পড়ে থাকতে দেখেন। অসিতবাবু অবিলম্বে সতর্কতার সঙ্গে এর নিরাপত্তা নিশ্চিত করে ও মালিকের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এরপরেই ব্যাগ খুলতেই উদ্ধার হয় বিপুল নগদ টাকা এবং বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী।
এই প্রসঙ্গে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন, ‘আমরা আমাদের এমন কর্মীদের প্রতি কৃতজ্ঞ, যারা যাত্রীদের কল্যাণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। শ্রী কুমার পাল পদক্ষেপ রেলওয়ের মূল্যবোধ ও সেবার মানকে তুলে ধরে। সেইসঙ্গে ব্যাগটির প্রকৃত মালিক প্রমাণ দিলে তা সংগ্রহ করতে পারবেন।‘ ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বলা বাহুল্য, শিয়ালদহ প্রতিদিন কয়েক লাখ মানুষের যাতায়াত। আর সেখান থেকে এই ব্যাগ উদ্ধার হতেই ছড়িয়েছে উত্তেজনা।