ইনজেকশন দিতেই অসুস্থ একের পর এক শিশু, হাসপাতালে ছড়াল উত্তেজনা
Child falls ill after being given injection, tension spreads in hospital

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া : ভুয়ো স্যালাইন কাণ্ড নিয়ে উত্তাল হয়েছিল গোটা রাজ্য। এই আবহে নদিয়ায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। সেখানে ইনজেকশন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ল একাধিক শিশু। এই ঘটনায় সোমবার বিকেল থেকে আতঙ্ক ছড়ায় তেহট্ট মহকুমা হাসপাতালের ‘পেডিয়াট্রিক’ বা শিশু বিভাগে।
আতঙ্কের কারণে উত্তেজনা তৈরি হয় হাসপাতালে। ঘটনার কথা জানার পর হাসপাতাল চত্বরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। তারা এসে পরিস্থিতি কিছুটা শান্ত করে। নয়জন শিশুকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
বাকিরা সংশ্লিষ্ট হাসপাতালেই চিকিৎসাধীন। তাদের এখন শিশুদের শারিরীক অবস্থা কেমন রয়েছে তা এখন স্পষ্ট নয়। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হাসপাতাল সুপার বাপ্পাদিত্য ঢালি। অন্যদিকে মঙ্গলবার এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। তবে কী কারণে ইনজেকশন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ল একাধিক শিশু তা এখন স্পষ্ট নয়। এই বিষয়টি নিয়ে হাসপাতাল কর্মীদের জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছে পুলিশ। জোর কদমে চলছে তদন্ত। পাশাপাশি তেহট্ট মহকুমা হাসপাতালে ইনজেকশন কাণ্ড নিয়ে নদিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।