নবদ্বীপে মাঝ গঙ্গায় কলেজ ছাত্রীর ঝাঁপ! ডুবুরি নামিয়ে চলছে তল্লাসি
College girl jumps into Ganges in Nabadwip! Divers are on the lookout

Truth Of Bengal: নবদ্বীপে নদীর মাঝপথে নৌকো থেকে এক কলেজ ছাত্রী ঝাঁপ দেওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ ওই ছাত্রীর নাম বর্ণালী দাস। তিনি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বাড়ি নবদ্বীপ শহরের ৪ নম্বর ওয়ার্ডের বানিকলনগর এলাকায়। তাঁর পিতা বলরাম দাস জানিয়েছেন, রবিবার বিকেলে বাড়ি থেকে বেড়িয়ে বর্ণালী জানান যে তিনি সাইবার ক্যাফেতে যাচ্ছেন।
পরিবার সুত্রে খবর, রাত প্রায় সাড়ে সাতটার সময় মায়াপুর পুলিশ ফাঁড়ি থেকে ফোন পেয়ে তারা জানতে পারেন, বর্ণালী গঙ্গার মাঝখানে নৌকো থেকে ঝাঁপিয়ে পড়েছেন।
ঘটনার পরপরই ফেরিঘাট কতৃপক্ষ দ্রুত তল্লাশি শুরু করলেও এখনও পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি। ঘটনার গুরুত্ব বিবেচনা করে সোমবার সকাল থেকেই ডুবুরি তল্লাসি জারি রয়েছে।
এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পরতেই নবদ্বীপ এলাকায় ব্যাপক চাঞ্চল্য খতিয়ে দেখার পাশাপাশি সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। নদীতে তল্লাসি জোরদার করা হয়েছে। স্থানীয় মানুষজনের মধ্যে বিষাদের পাশাপাশি নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
ঘটনার পর থেকে এলাকায় সাধারণ মানুষের ভিড় লেগে রয়েছে। পরিবার ও স্থানীয় বাসিন্দারা দ্রুত বর্ণালীর সন্ধান পাওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন।