
Truth Of Bengal: আইপিএল এখন চলছে জোরকদমে। তার মধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে তাঁর আগামী ভবিষ্যৎ কি হবে? তা স্পষ্ট করে জানালেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য বিরাট কোহলি। বিরাট ইতিমধ্যেই দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জয় করেছেন। তারপরই এই ফর্ম্যাটের ক্রিকেটকে আলবিদা জানান তিনি। চলতি বছর দেশের জার্সিতে জয় করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও। এবার কি তাহলে একদিনের ক্রিকেট কবে অবসর নেবেন?
এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিং কোহলি জানান, ‘দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ জয়ের সুযোগ আমরা হাতছাড়া করেছি। চেষ্টা করেছিলাম দেশের মাটিতে বিশ্বকাপ জয় করব। কিন্তু ভাগ্য আমাদের সঙ্গ দিল না। কাজেই আমার পরবর্তী লক্ষ্যই হচ্ছে দেশের হয়ে একদিনের বিশ্বকাপ জয় করা। সেটাই আমার আগামী দিনের বড় লক্ষ্য।’ বিরাটের এই বক্তব্য শোনা মাত্রই উপস্থিত দর্শকরা করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানাতেও ভুললেন না।
উল্লেখ্য, ভারত একদিনের বিশ্বকাপ শেষবারের মত জিতেছিল ২০১১ সালে। তারপর থেকে অধরাই থেকে গিয়েছে ভারতের বিশ্ব জয়। তার মাঝে দু বার সেমিফাইনাল ও একবার ফাইনালে উঠেও ট্রফি জয় হয়নি মেন-ইন-ব্লুজদের। তবে আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালে। তখন বিরাটের বয়স হবে ৩৮ বছর। কিন্তু এখনও ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসা এবং শারীরিক ফিটনেস জানান দিচ্ছে এখনও তিনি বেশ ফিট। সুতরাং ওই বিশ্বকাপের আসরে বিরাটের খেলতে খুব একটা অসুবিধা হবে না।