রোগীর শ্লীলতাহানির প্রতিবাদে হাড়োয়া হাসপাতালের সামনে বিক্ষোভ DYFY এর
DYFY workers protest in front of Haroa Rural Hospital

Truth Of Bengal :গতকালই খবরের শিরোনামে উঠে আসে হাড়োয়া গ্রামীণ হাসপাতাল। রক্তচাপ মাপার নাম করে হাসপাতালের এক কর্মী রোগীর শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ। অভিযুক্ত ওই হাসপাতাল কর্মীর অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছে রোগীর পরিবার সহ সকলে। এই নিয়ে রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা। ঘটনায় অভিযুক্ত ওই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর গত বৃহস্পতিবার এক কিশোরী নিজের শারীরিক অসুস্থতার জন্য ভর্তি হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। শুক্রবার ভোরবেলার দিকে হাসপাতালের এক কর্মী তার রক্তচাপ মাপতে যায়। কাজ হয়ে যাওয়ার পরেও ফের একবার কিশোরীর কাছে আসে হাসপাতালের ওই কর্মী। আরও একবার রক্তচাপ মাপা হবে বলে অন্য একটি রুমে নিয়ে যাওয়া হয় কিশোরীকে। আর সেখানেই শ্লীলতাহানির চেষ্টা চালিয়েছে অভিযুক্ত ওই হাসপাতাল কর্মী।
আর তার পর থেকেই পুরো চত্বর জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি। আর এবার এই নিয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় ডি ওয়াই এফ ওয়াই এর কর্মীরা। এই নিয়ে তাদের হাড়োয়া ব্লকের স্বাস্থ্য আধিকারিক এর কাছে একটি ডেপুটেশন জমা দেওয়ার কথা তাদের। বিক্ষোভকারীদের দাবি এই জঘন্য ঘটনার সঙ্গে কেবল একজন জড়িত নয়, আরও অনেকে জড়িত আছে। প্রশ্ন উঠছে কিভাবে একটি মহিলা ওয়ার্ডের মধ্যে কোন পুরুষ প্রবেশ করতে পারে। এবং সকলের মধ্যে দিয়ে কিভাবেই বা ওই কিশোরীকে বেড থেকে বাথরুমের দিকে নিয়ে যাওয়া হল। এই বিষয়ে হাপাতালের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন তোলা হচ্ছে।