কলকাতা

যোগেশ চন্দ্র ল কলেজে সরস্বতী পুজোর মাঝে তুমুল বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর সামনেই কান্না ছাত্রীদের

Massive protest at Jogesh Chandra Law College during Saraswati Puja, students cry in front of the Education Minister

Truth Of Bengal: ভিতরে সরস্বতী পুজো, বাইরে পুলিশের পাহারা—এমনই চিত্র দেখা গেল যোগেশ চন্দ্র ল কলেজে। সকাল থেকেই উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। ঠিক ছিল, এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসবেন। দুপুরে তিনি কলেজে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। তাঁদের দাবিতে ক্যাম্পাস গর্জে ওঠে—”উই ওয়ান্ট জাস্টিস!”

শিক্ষামন্ত্রী প্রথমে দাবি করেন, “সব ঠিক আছে, কোনও সমস্যা নেই।” তিনি বলেন, “কোর্টের নির্দেশে পুজো হচ্ছে, প্রিন্সিপাল, গভর্নিং বডির প্রেসিডেন্ট মালা রায় উপস্থিত আছেন। আমরা শুধু পুজো দেখব, তারপর বেরিয়ে যাব।”

কিন্তু পড়ুয়াদের ক্ষোভ ক্রমশ বাড়তে থাকে। যখন ক্যাম্পাসে স্লোগান ওঠে, তখন মন্ত্রী কিছুটা কটাক্ষ করে বলেন, “ওরা তো কথা বলতে চাইছে না, শুধু মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। ভাল করে ছবি দেখান।”

মন্ত্রী মালা রায়কে পাশে নিয়ে আরও বলেন, “আজ পুজোর দিন, দাবি-দাওয়ার দিন নয়। কোনও সমস্যা থাকলে প্রিন্সিপালকে জানাক, আমরা সমাধান করব। কিন্তু ওরা শুধু চেঁচাচ্ছে!”

তবে এই পরিস্থিতির মধ্যেই এক ছাত্রীর কান্নাভেজা কণ্ঠে দাবি, “আমরা কথা বলতে চাই।” জবাবে ব্রাত্য বসু প্রশ্ন করেন, “তাহলে কথা বলতে দিচ্ছ না কেন?” পরে আন্দোলনকারীদের মধ্যে চারজনকে আলোচনার জন্য প্রিন্সিপালের ঘরে আসতে বলা হয়। এই ঘটনার পর কলেজ চত্বরে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। ছাত্রদের দাবি, তাঁদের সমস্যার সঠিক সমাধান না হলে আন্দোলন চলবে।

Related Articles