দেশ

অভিনব উদ্যোগ! প্রথমবার রাষ্ট্রপতি ভবনে বসতে চলেছে বিয়ের আসর

Innovative initiative! For the first time, a wedding ceremony is going to be held at Rashtrapati Bhavan

Truth of Bengal: মৌ বসু: Rআগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে বসবে বিয়ের আসর। ওইদিন রাষ্ট্রপতি ভবনের মাদার টেরেজা ক্রাউন কমপ্লেক্সে বসবে আধা সামরিক বাহিনী সিআরপিএফের অ্যাসিসট্যান্ট কমান্ডান্ট পুনম গুপ্তার ও অবিনাশ কুমারের বিয়ের আসর।

পুনম রাষ্ট্রপতি ভবনে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (পিএসও) হিসাবে কর্মরত। ১২ ফেব্রুয়ারি কড়া নিরাপত্তার মধ্যে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সামনে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন পুনম আর অবিনাশ। অবিনাশ জম্মু-কাশ্মীরে সিআরপিএফের অ্যাসিসট্যান্ট কমান্ডান্ট পদে কর্মরত। ২০১৮ সালের ইউপিএসসি সিএপিএফ পরীক্ষায় ৮১তম স্থান অর্জন করে সিআরপিএফে অ্যাসিসট্যান্ট কমান্ড্যান্ট হিসাবে কাজে যোগ দেন মেধাবী ছাত্রী পুনম গুপ্তা।

২০২৪ সালে নয়াদিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে কন্টিনজেন্টের নেতৃত্ব দেন পুনম। দক্ষ আধিকারিক পুনমের কাজের দক্ষতায় মুগ্ধ হয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজেই তাঁকে রাষ্ট্রপতি ভবনে বিয়ের আসর বসানোর প্রস্তাব দেন। রাষ্ট্রপতি ভবনে এই প্রথম বার বিয়ের আসর বসলেও আগের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অ্যাশলে হ্যাল নামে এক মার্কিন যুবতীর বিয়ের ব্যবস্থা করে দেন।

২০২০ সালের জানুয়ারিতে কেরালার কোচির ৫ তারা হোটেলে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন ওই মার্কিন যুবতী। কিন্তু শেষ মুহূর্তে তিনি জানতে পারেন রাষ্ট্রপতি আসবে বলে হোটেলের সব বুকিং বাতিল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় তিনি বিষয়টি জানান তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। তখন তিনিই সমাধান সূত্র বের করে দেন। রাষ্ট্রপতির হস্তক্ষেপে কোচির হোটেলেই বিয়ে সারেন অ্যাশলে।

Related Articles